For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোটেলে আসবেন উদ্ধব-পুত্র আদিত্য, বুধেই শরদ পাওয়ারের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

অসুস্থ উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে দেখা হচ্ছে না। তবে ইচ্ছে ছিল দেখা করার। মুম্বই উড়ে যাওয়ার আগে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আজ মঙ্গলবার মুম্বই উড়ে গেলেন তিনি। আর সে রাজ্যে উড়ে যাওয়ার আগে

  • |
Google Oneindia Bengali News

অসুস্থ উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে দেখা হচ্ছে না। তবে ইচ্ছে ছিল দেখা করার। মুম্বই উড়ে যাওয়ার আগে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আজ মঙ্গলবার মুম্বই উড়ে গেলেন তিনি। আর সে রাজ্যে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আর সেখানেই এহেন মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর সঙ্গেই সফরসঙ্গী হচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সবদিক থেকে মমতার এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আজই আদিত্যের সঙ্গে বৈঠক

আজই আদিত্যের সঙ্গে বৈঠক

মুলত বাংলার জন্যে বিনিয়োগ টানার লক্ষ্যে মুম্বই সফর মুখ্যমন্ত্রীর। কিন্তু সুযোগকে কখনও ছাড়তে চাননি তিনি। আর তাই তাঁর এই মুম্বই সফরকে রাজনৈতিক ভাবেও কাজে লাগাতে চাইছেন না সম্পূর্ণ ভাবে। যদিও তাঁর এই সফরে উব্ধব ঠাকরের সঙ্গে দেখা হচ্ছে না। মুলত অসুস্থ থাকার কারনেই এই সিদ্ধান্ত। তবে আজই সন্ধ্যায় আদিত্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। হোটেলেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে আসবেন উদ্ধব-পুত্র। একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা।

শরদ পাওয়ার সঙ্গে বৈঠক

শরদ পাওয়ার সঙ্গে বৈঠক

তবে মুম্বই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে মমতা-শরদ পাওয়ার বৈঠক। ২৪ এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। আর সেখানে দাঁড়িয়ে এনসিপি প্রধানের সঙ্গে নেত্রীর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামিদিনে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ক্ষেত্রে রণকৌশল কি হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি মোদী বিরোধী জোটের প্রথমে কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য। সে বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

একাধিক কর্মসূচি

একাধিক কর্মসূচি

এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা যাচ্ছে, আগামীকাল বুধবার মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। দিল্লিতে জাভেদ খান সহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন মমতা। আর তাই মুম্বইতে পা রেখেই সেখানকার বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে মমতা বসতে চলেছেন বলে জানিয়েছেন। এছাড়াও সিদ্ধি বিনায়ক মন্দিরেও পুজো দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী

এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী

২৪ এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মোদী বিরোধী সমস্ত রাজনৈতিকদলগুলিকে এক ছাতার তলায় আনার কাজ করছেন তিনি। যদিও শুরুতেই কিছুটা হলেও হোচট খেয়েছেন। কিন্তু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিরোধী শিবিরে এখনও পর্যন্ত কংগ্রেসকে পাশে পাননি তিনি। কিন্তু তাতে কোনওভাবে অবিচল না হয়ে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে দাঁড়িয়ে আদিত্য, এনসিপি প্রধানের সঙ্গে বৈঠক বড় বার্তা অন্যান্য বিরোধীদলগুলির কাছেও। এমনটাই মত রাজনৈতিকমহলের।

English summary
aditya thackeray will meet Mamata Banerjee today in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X