For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ডাহা ফেল! মোদীর দুয়ারে কড়া নাড়ছেন অধীর, রাজ্য-রাজনীতিতে জল্পনা তুঙ্গে

মমতা ডাহা ফেল! মোদীর দুয়ারে কড়া নাড়ছেন অধীর, রাজ্য-রাজনীতিতে জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ হেনে প্রধানমন্ত্রী মোদীর প্রশস্তি গাইলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। করোনা মহামারী ও আম্ফান বিপর্যয়ের রেশ ধরে কংগ্রেস সাংসদের মন্তব্যে নয়া জল্পনা তৈরি হল রাজনৈতিক মহলে। অধীরের মন্তব্য নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে।

অধীর চৌধুরীর চিঠি প্রধানমন্ত্রী মোদীকে

অধীর চৌধুরীর চিঠি প্রধানমন্ত্রী মোদীকে

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সম্প্রতি একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানে তিনি লেখেন- মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আম্ফান বিপর্যয়ের পর পরিস্থিতি মোকাবিলায় ডাহা ফেল করেছে। কার্যত কোনও পরিবর্তনই হয়নি আম্ফান-বিধ্বস্ত বাংলার। এই অবস্থায় ব্যবস্থা নেওয়া দরকার কেন্দ্রেরই।

মমতার সরকার ডাহা ফেল করেছে

মমতার সরকার ডাহা ফেল করেছে

অধীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন, মমতার সরকার ডাহা ফেল করেছে। আপনিই এবার হাল ধরুন। এতদিন তৃণমূল ও বিজেপি উভয়কেই সমানভাবে বিদ্ধ করে এসেছেন অধীর। কিন্তু, এবার তাঁর গলায় শোনা গেল অন্য সুর। তিনি তৃণমূলকে্ নিশানায় বাণ হেনে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করলেন।

মোদীকে হাল ধরার বার্তায় জল্পনা

মোদীকে হাল ধরার বার্তায় জল্পনা

কেন তৃণমূল সরকারকে চাপে ফেলতে তিনি মোদীর শরণাপন্ন হলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে, তবে কি তিনি ফের ঢলতে শুরু করেছেন বিজেপির দিকে। এর আগেও অধীরকে নিয়ে জল্পনা চলেছে। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে পারেন। কিন্তু লোকসভায় কংগ্রেসের দলনেতা হওয়ার পর সেই জল্পনায় ভাটা পড়ে।

নিছকই লোক দেখানো পদক্ষেপ মমতার

নিছকই লোক দেখানো পদক্ষেপ মমতার

অধীর চিঠিতে উল্লেখ করেন, বাংলার প্রশাসন আন্দাজই করতে পারেনি কত বড় বিপর্যয় নেমে আসতে চলেছে। কোনওরকম প্রস্তুতি ছিল না মমতার প্রশাসনের। এটা যেমন মমতার সরকারের শোচনীয় ব্যর্থতা, আম্ফানের তাণ্ডবের পর পরিষেবাদানে বিলম্বও তাঁর ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তা নিছকই লোক দেখানো।

মমতাকে চাপে রাখতেই অধীরের চাল!

মমতাকে চাপে রাখতেই অধীরের চাল!

এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতেই অধীর চৌধুরী এমনই এক উদ্ধৃতি তুলে ধরলেন। বাংলার সাংসদ হিসেবে তাঁর কর্তব্যের নিরিখেই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই বার্তা তুলে ধরেছেন। যদিও মোদী বাংলা সফরকালে একসঙ্গে দুই বিপর্যয় মোকাবিলায় মমতার প্রশাসন ভালো কাজ করছে বলে প্রশংসা করেন।

হিমাচলে পিপিই কেলেঙ্কারিতে বিজেপির শীর্ষ নেতার ইস্তফা! আগেই গ্রেফতার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকহিমাচলে পিপিই কেলেঙ্কারিতে বিজেপির শীর্ষ নেতার ইস্তফা! আগেই গ্রেফতার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক

English summary
Adhir Chowdhury writes letter to PM Modi against Mamata Banerjee’s government. He says PM Modi takes steer from Mamata Banerjee at West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X