For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুইল চেয়ারে ঘোরাকে কটাক্ষ, মমতাকে ব্রাজিলের ফুটবল কোচ করতে চিঠি লিখতে চান অধীর

হুইল চেয়ারে ঘোরাকে কটাক্ষ, মমতাকে ব্রাজিলের ফুটবল কোচ করতে চিঠি লিখতে চান অধীর

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে বসে সভা করা নিয়ে ফের একবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে লাগার অভিযোগকে রাজনৈতিক ভণ্ডামি বলে আক্রমণ করেছিলেন। এদিন তিনি বলেন, ভোট শেষ হয়ে গেলে তিনি ব্রাজিলের (brazil) প্রেসিডেন্টকে চিঠি লিখবেন, মমতাকে ব্রাজিল একাদশের কোচ (coach) করার জন্য।

ছেলেখেলা আর জোকারগিরি করছেন

ছেলেখেলা আর জোকারগিরি করছেন

অধীর চৌধুরী এদিন বলেন জোকারগিরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বাংলার মানুষকে নিয়ে ছেলেখেলা করেছেন বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী। কেননা বাংলায় ব্যবসা থেকে শিল্প কোনও কিছুই আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে কৃষকদের পকেটে কোনও টাকা নেই। কেন এমন অবস্থা হল প্রশ্ন করেন অধীর চৌধুরী। তিনি বলেন, একদিকে যখন কৃষক চাষ করে সঠিক মূল্যে ফল বিক্রি করতে পারছেন না, সেই সময় সারের দাম, বিদ্যুতের দাম বাড়ছে।

চিঠি লিখবেন অধীর

চিঠি লিখবেন অধীর

মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ফুটবল নিয়ে দেখাচ্ছেন, এই দেখো আমি খেলবো। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে দলের প্রার্থী অভিজিৎ ভট্টাচার্যের সমর্থনে করা সভা থেকে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নির্বাচনটা কেটে গেলে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টকে চিঠি লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাজিল একাদশের কোচ করে দেওয়ার জন্য। তিনি কটাক্ষ করে বলেছেন, যদি কেউ হুইল চেয়ারে বসে খেলতে পারেন, তাহলে তিনি ব্রিজিল একাদশেরও কোচ হওয়ার যোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ব্রাজিলের কোচ হয়ে কেরামতি দেখান।

মোদীকেও নিশানা

মোদীকেও নিশানা

অধীর চৌধুরী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে লকডাউন হলেও, চারঘন্টার মধ্যে কোথাও লকডাউন ঘোষণা করা হয়নি। তিনি বলেন, তখন নরেন্দ্র মোদী বলেছিলেন মহাভারতের যুদ্ধ হয়েছিল ১৮ দিনে আর তিনি করোনাকে হারাবেন ২১ দিনে। কটাক্ষ করে তিনি বলেছেন, হারানো তো দূরে থাক করোনা দ্বিগুণ বিক্রমে ভারতে ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক ভণ্ডামী, বলেছিলেন অধীর

রাজনৈতিক ভণ্ডামী, বলেছিলেন অধীর

পায়ে আঘাত লাগার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের অভিযোগ করেছিলেন। সেই সময়েই তা নিয়ে কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, নন্দীগ্রামে ঘুঘু ফাঁদে পড়েছে। লক্ষাধিক ভোটে হারার ভয়ে সহানুভূমি আদায়ের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে রাজনৈতিক ভণ্ডামি বলেও মন্তব্য করেছিলেন অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, গাঁজা না খেলে কিংবা মাদক না খেলে কেউ এটা বিশ্বাস করবেন না। তিনি আরও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ তৈরি করতে চাইছেন। যা এবারের ভোটে সম্ভবপর নয়।

শীতলকুচির ঘটনা মমতার উস্কানিতে, প্রতিক্রিয়া সূর্য-সেলিমের! শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ কমিশন, বললেন অধীরশীতলকুচির ঘটনা মমতার উস্কানিতে, প্রতিক্রিয়া সূর্য-সেলিমের! শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ কমিশন, বললেন অধীর

English summary
Adhir Chowdhury wants to make Mamata Banerjee as coach of Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X