For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ভাল থেকে খারাপ হয়েছে ১৬ দিনে! বাংলার টাকা লুট করে গোয়ায়, মমতাকে নিশানায় বিস্ফোরক অধীর

কংগ্রেস ভাল থেকে খারাপ হয়েছে ১৬ দিনে! বাংলার টাকা লুট করে গোয়ায়, মমতাকে নিশানায় বিস্ফোরক অধীর

  • |
Google Oneindia Bengali News

একদিকে তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যয় (mamata banerjee) যখন গোয়া সফরে রওনা হচ্ছেন, সেই সময় তাঁর এই সফরকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেছেন, কংগ্রেসের দয়ায় বড় হলেও, ১৬ দিনেই কংগ্রেস ভাল থেকে খারাপ হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলার লুটের টাকা গোয়ায় দলের পিছনে বিনিয়োগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদি ইচ্ছাই থাকত, তাহলে কংগ্রেসের সঙ্গে কথা বলতেন

যদি ইচ্ছাই থাকত, তাহলে কংগ্রেসের সঙ্গে কথা বলতেন

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন জাগো বাংলায়, জোট নিয়ে কংগ্রেসের হেলদোল নেই অভিযোগ প্রসঙ্গে বলেছেন, তৃণমূলের যদি ইচ্ছাই থাকত তাহলে গোয়া নিয়ে তারা কংগ্রেসের সঙ্গে কথা বলত। তিনি বলেছেন মাত্র ১৪ লক্ষ ভোটার। আর টাকা নিয়ে গেলেই সেখানে বিধায়ক কেনা যায়। তিনি কটাক্ষ করে বলেন, আপনি (মমতা) মাল নিয়ে যান, তাহলেই বিধায়ক কিনতে পারবেন।

বাংলার টাকা লুট করে গোয়ায়

বাংলার টাকা লুট করে গোয়ায়

এরপরেই অধীর চৌধুরী বিস্ফোরক আক্রমণ করেন। তিনি বলেন, দিদি ওখানে গিয়েছেন, নোটের বস্তা নিয়ে। বাংলাকে লুট করেছে, সেই টাকা গোয়ায় নিয়ে যাচ্ছে, বিনিয়োগ করছে, সেখানে দল তৈরির জন্য। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার বাংলার মানুষ অস্বীকার করে না। কটাক্ষ করে তিনি বলেন, স্ট্রিট ফাইট কি রাজনীতির শেষ কথা। সেই করে সিঙ্গুর-নন্দীগ্রাম হয়েছে, বই ছাপা হয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন, ক্ষমতায় আসার পরে বাংলার জন্য কোন আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, নারদ কাণ্ডে রাজীব কুমারকে বাঁচানোর জন্য এসপ্ল্যানেডে সারা রাত জেগে বসে ছিলেন, সেটাই একমাত্র আন্দোলন।

১৬ দিনেই কংগ্রেস খারাপ

১৬ দিনেই কংগ্রেস খারাপ

অধীর চৌধুরী এদিন বলেন, ২০ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর ১৬ দিনের মধ্যে কংগ্রেস ভাল থেকে খারাপ হয়ে গেল কী ভাবে। প্রসঙ্গত ২০ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সনিয়া গান্ধীর ডাকা সর্বদলীয় বৈঠকে হাজির হয়েছিলেন। অন্যদিকে ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডির দফতরে নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ সামলে বেরিয়েই কংগ্রেসকে তুমুল আক্রমণ করেন।

কংগ্রেসের দয়াতেই বড় হয়েছেন

কংগ্রেসের দয়াতেই বড় হয়েছেন

জোট নিয়ে কংগ্রেসের দিকে নিশানা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের দয়াতেই বড় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও নিজের দলের নামের সঙ্গে কংগ্রেস নামটা রাখতে হয়।

স্কুল খোলার ব্যাপারে সরকারের কোনও পরিকল্পনা নেই

স্কুল খোলার ব্যাপারে সরকারের কোনও পরিকল্পনা নেই

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, স্কুল খোলার ব্যাপারে সরকারের কোন পরিকল্পনা নেই। প্রথমে ভেবেছিল চাল আর আলু বাড়িতে পৌঁছে দিলেই হবে। সেই চাল আর আলু তো কেন্দ্র দিচ্ছিল। তিনি বলেছেন, অনেক আগেই স্কুল খোলা উচিত ছিল। কেননা ছাত্রছাত্রীদের ঘরে ঘরে স্মার্ট ফোন নেই। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যাদের স্মার্ট ফোন রয়েছে, তারা পড়তে পারল আর যাদের নেই, তারা পড়তে পারল না। তিনি বলেছেন, একটা বড় অংশের ছাত্রছাত্রী শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল। তবে যা কিছু করা হোক না কেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যেন করা হয়, বলেছেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

বাংলার টাকা লুট করে গোয়ায়, মমতাকে নিশানা অধীরের |Oneindia Bengali

English summary
As targeting Mamata Banerjee's Goa tour Adhir Chowdhury says She is taking looted money of Bengal to Goa for her party's growth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X