For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলায় রাষ্ট্রপতি শাসন! আরএসএস-বিজেপির কথায় সমর্থনের হাত অধীরের

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই সওয়াল করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। আরএসএসের সুরে সুর মিলিয়ে অধীর চৌধুরী সতর্ক করে দেন তৃণমূলকে।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই সওয়াল করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। আরএসএসের সুরে সুর মিলিয়ে অধীর চৌধুরী সতর্ক করে দেন তৃণমূলকে। শুক্রবার লোকসভায় তিনি বিজেপি তথা আরএসএস নেতাদের বার্তাকেই গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নেন।

রাষ্ট্রপতি শাসন জারি করার বার্তা

রাষ্ট্রপতি শাসন জারি করার বার্তা

রাজ্য বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার বার্তা দিয়েছেন। অধীর বলেন, পরিস্থিতি বিবেচনা করা সেটাই যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই রাষ্ট্রপতি শাসন আরোপ করা উচিত। তবে আমার প্রশ্ন, বিজেপি নেতারা যদি বিষয়টিকে এতটা গুরুত্ব দেন, তবে বাইরে থেকে শুধু আওয়াজ তুলছেন কেন।

মোদী-মমতা সেটিং-এর অভিযোগ

মোদী-মমতা সেটিং-এর অভিযোগ

অধীর অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সারদা-তদন্তে থমকে গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তবে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনও চুক্তি হয়েছে? আর এই রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গেও একথা খাটে যে, বিজেপি নেতারা যতই রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুক আদতে কিছুই হবে না মমতা সরকারের বিরুদ্ধে।

রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার মুর্শিদাবাদে এক কর্মী, তার স্ত্রী এবং সন্তানের নির্মম হত্যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে অভিযোগ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে আরএসএস। আরএসএস জানায়, পশ্চিমবঙ্গে কোনও আইন শৃঙ্খলা নেই। তারা বিরোধীদের সঙ্গে দমন-পীড়ন, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ আর হত্যাকাণ্ডের রাজনীতি চালাচ্ছে।

রাষ্ট্রপতি শাসনের দাবি আরএসএসের

রাষ্ট্রপতি শাসনের দাবি আরএসএসের

আরএসএসের সিনিয়র নেতা এবং আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেন, আমি অবাক হই যে, পশ্চিমবঙ্গে শাসনভার ভারতীয় সংবিধান অনুসারে চলতে পারে কি না। এই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করার সময় এসেছে। অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতির শাসন আরোপের বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র।

মমতার শাসনে নৈরাজ্য, তোপ আরএসএসের

মমতার শাসনে নৈরাজ্য, তোপ আরএসএসের

আরএসএস নেতা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে। আরএসএসের পশ্চিমবঙ্গ সম্পাদক জিষ্ণু বসুর মতে, তাঁদের কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত নেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাঁর পরিবারকেও নিঃশেষ করে দেওয়া হয়েছে।

<strong>[ চিন-ভারত দ্বিপাক্ষিক বৈঠকের আবহে উঠে আসছে পল্লব রাজত্ব থেকে বোধিধর্মনের ইতিহাস]</strong>[ চিন-ভারত দ্বিপাক্ষিক বৈঠকের আবহে উঠে আসছে পল্লব রাজত্ব থেকে বোধিধর্মনের ইতিহাস]

[অপেক্ষা আর কিছুক্ষণের, রোশনাই আর জাঁকজমকে জমজমাট রেড রেড কার্নিভাল][অপেক্ষা আর কিছুক্ষণের, রোশনাই আর জাঁকজমকে জমজমাট রেড রেড কার্নিভাল]

English summary
Adhir Chowdhury supports RSS and BJP’s demand on Presidential rule in West Bengal. He also threats to TMC and Mamata Banerjee government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X