For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে অযথা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস! মমতাকে এ কোন বার্তা অধীরের

অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূলের কথায় কথায় বিজেপি বিরোধিতা পশ্চিমবঙ্গে জায়গা করে দিচ্ছে মোদী-শাহের দলকে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে অযথা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, 'তৃণমূলের কথায় কথায় বিজেপি বিরোধিতা পশ্চিমবঙ্গে জায়গা করে দিচ্ছে মোদী-অমিত শাহের দলকে। এই যে বাইক মিছিল নিয়ে এত বাধা দেওয়া হল, তাতে কি বিজেপিকেই মাইলেজ পাইয়ে দেওয়া হল না? অধীরবাবু অভিযোগ করেন, তৃণমূলই খাল কেটে কুমীর এনেছে। এখনও তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাড়তে সহায়তা করে যাচ্ছে।'

বিজেপিকে অযথা গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস! মমতাকে এ কোন বার্তা অধীরের

[আরও পড়ুন:প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী][আরও পড়ুন:প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী]

প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করেন, 'বিজেপির এখনও কোনও ধ-ব নেই বাংলায়। এই তো সংকল্প যাত্রার নামে ১৫০ লোকের বাইক মিছিল হচ্ছে। আর তা নিয়েই কত কিছু। শুধু তৃণমূল কংগ্রেস নানাভাবে বিজেপিকে আটকাতে গিয়ে ওদেরকে বেশি প্রচার দিয়ে ফেলছে।' তিনি বলেন, 'তৃণমূল জ্ঞানে বা অজ্ঞানে বিজেপির গুরুত্ব বাড়িয়ে চলেছে।'

অধীর চৌধুরীর কথায়, 'তৃণমূল কংগ্রেসের বিকল্প শক্তি কখনই বিজেপি নয়। বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় শুড়শুড়ানি বাংলার মানুষের না-পসন্দ। বাংলার মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। ওই চারগাছা লোক বিজেপি পশ্চিমবঙ্গে রাজনীতিতে দাঁত ফোটাতে পারবে না। বরং তৃণমূলের বিকল্প শক্তি হয়ে উঠতে পারত বাম-কংগ্রেস জোট। কিন্তু সেই সম্ভাবনাকে খুন করেছে সিপিএম।

তিনি বলেন, 'এখন আর সিপিএম বা বামেদের সঙ্গে একসঙ্গে চলা সম্ভব নয়। আমরা এককভাবেই চলব। আমাদের সাংগঠনিকভাবে শক্তি বাড়াতে হবে। রাহুল গান্ধী সর্বভারতীয় সভাপতি হয়েছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন রাজ্যের। তাঁর মতাদর্শ মেনে বাংলায় কংগ্রেসের শক্তিবৃদ্ধি ঘটাতে গোটা বাংলা কংগ্রেসকে শক্তিশালী করে তুলতে হবে।'

অধীরবাবু মনে করেন, 'কংগ্রেসকে কোনওদিনও শেষ করা যাবে না। তার কারণ কংগ্রেস রয়েছে মানুষের মনে। কংগ্রেস নিজের মতো করেই ফের জেগে উঠবে। নতুন সভাপতি, নতুন চিন্তাধারা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। কংগ্রেসের হৃতগৌরব ফিরিয়ে আনাই আমাদের এক ও একমাত্র উদ্দেশ্য।' এদিকে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে অধীরবাবু অনেকটাই নমনীয় তৃণমূল প্রসঙ্গে। এখনই তাঁর মুখে তৃণমূলের সঙ্গে জোটের কথা না শোনা গেলেও, তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝ অনেকটাই কম অধীরের গলায়।

[আরও পড়ুন:নিৃগৃহীতা ছাত্রীর পাশে মমতা, তৃণমূলের চাপেই আত্মসমর্পণ ছাত্র সংসদের জিএসের ][আরও পড়ুন:নিৃগৃহীতা ছাত্রীর পাশে মমতা, তৃণমূলের চাপেই আত্মসমর্পণ ছাত্র সংসদের জিএসের ]

English summary
Adhir Chowdhury says that Trinamool Congress is giving unnecessary importance to BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X