For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচন নিয়ে তৃণমূলকে একহাত, মানিকতলা-সাগরদিঘিতে দোরোখা নিয়মে প্রশ্ন অধীরের

মানিকতলার জন্য একটা নিয়ম আর সাগরদিঘির জন্য একটা নিয়ম, তা তো হতে পারে না। বিধায়ক না থাকলে ৬ মাসের মধ্যে নির্বাচন করতে হয়, সেটাই তো নিয়ম বলে জানতাম।

Google Oneindia Bengali News

দুই কেন্দ্র নিয়ে দু-রকম অবস্থান তৃণমূলের। এক কেন্দ্র বিধায়কশূন্য ১১ মাস, আর এক কেন্দ্র বিধায়কশূন্য মাত্র ২০ দিন। সেখানে ২০ দিন বিধায়কশূন্য সাগরদিঘিতে উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হল, মানিকতলায় বছর ঘুরতে গেল নির্বাচনের বালাই নেই। এই বৈপরীত্যে তৃণমূলকে একহাত নিলেন অধীর চৌধুরী।

মানিকতলা ও সাগরদিঘিতে দোরোখা নিয়ম

মানিকতলা ও সাগরদিঘিতে দোরোখা নিয়ম

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, মানিকতলা ও সাগরদিঘিতে দোরোখা নিয়ম নিয়ে প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকছেন না। তিনি জাতীয় নির্বাচন কমিশনে এই মর্মে চিঠি লিখছেন। অধীর নিজে জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতে চান দুই কেন্দ্রের ক্ষেত্রে এই দু'রকম নিয়ম নিয়ে।

কোনও এক অজানা কারণে ভোট ঘোষণা হয়নি

কোনও এক অজানা কারণে ভোট ঘোষণা হয়নি

১৮ জানুয়ারি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে বাংলার একটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলারই মানিকতলা বিধানসভা কেন্দ্র ১১ মাস বিধায়কশূন্য। রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। কিন্তু সেখানে কোনও এক অজানা কারণে ভোট ঘোষণা হয়নি বলে অভিযোগ অধীরের।

একমাসও হয়নি ভোট হচ্ছে, এক বছরেও ভোট হল না

একমাসও হয়নি ভোট হচ্ছে, এক বছরেও ভোট হল না

অধীর চৌধুরী বলেন, গত ২৯ ডিসেম্বর তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধায়ক শূন্য হয়েছে। সাকুল্যে ২০ দিন। অর্থাৎ একমাসও হয়নি। সেখানে সাত তাড়াতাড়ি উপনির্বাচন ঘোষণা করে দেওয়া হল। জনপ্রতিনিধি শূন্য হলে নির্বাচন করা হয়, এটাই নিয়ম। কিন্তু তা করতে হয় ৬ মাসের মধ্যে।

মানিকতলা উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের?

মানিকতলা উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের?

অধীর চৌধুরীর অভিযোগ, ১১ মাস কেটে যাওয়ার পরও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কেন মতি নেই রাজ্যের, তা ভাবাচ্ছে সবাইকেই। অথচ ২০ দিনের মধ্যে সাগরদিঘির উপনির্বাচন ঘোষণা হয়ে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের এই কেন্দ্রে ভোট হবে বলে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

এক বছর ঘুরতে গেল, কেন ভোট হল না

এক বছর ঘুরতে গেল, কেন ভোট হল না

এই মর্মে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনে চিঠি লিখছেন, কেন মানিকতলায় নির্বাচন নয়, শুধু সাগরদিঘিতে নির্বাচন হচ্ছে। বিধায়কের মৃত্যুর পর এক বছর ঘুরতে গেল, কেন ভোট হল না মানিকতলায়। তিনি প্রশ্ন তোলেন, তবে কি রাজ্য সরকারের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি?

কেন সেই নিয়মের অন্যথা হল, সে প্রশ্নও তুললেন অধীর

কেন সেই নিয়মের অন্যথা হল, সে প্রশ্নও তুললেন অধীর

অধীর চৌধুরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মানিকতলার জন্য একটা নিয়ম আর সাগরদিঘির জন্য একটা নিয়ম, তা তো হতে পারে না। বিধায়ক না থাকলে ৬ মাসের মধ্যে নির্বাচন করতে হয়, সেটাই তো নিয়ম বলে জানতাম। কেন সেই নিয়মের অন্যথা হল, সে প্রশ্নও তুললেন অধীর চৌধুরী। উল্লেখ্য ২০২২-এর ২০ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে।

কী এমন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে, প্রশ্ন

কী এমন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে, প্রশ্ন

অধীর বলেন, সাধন পান্ডের মৃত্যুর পর দেশে উপনির্বাচন হয়েছে, তখনও মানিকতলার কথা ভাবা হয়নি, এখনও ভাবা হল না। তাহলে কবে ভোট হবে। কী এমন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে, যার জন্য ভোট বিলম্বিত করা হচ্ছে? অভিযোগ, প্রার্থীপদ নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের জেরেই তৃণমূল কংগ্রেস মানিকতলার নির্বাচন বিলম্বিত করছে। কংগ্রেসের পাশাপাশি সিপিএম ও বিজেপিও একই প্রশ্ন ছুড়ে দিয়েছে।

তৃণমূল ভাল কোম্পানি, কিন্তু ফেরিওয়ালা খারাপ! ঘুষ-চুরির অভিযোগ ঢাকতে নেতার ঢাল রামায়ন-মহাভারততৃণমূল ভাল কোম্পানি, কিন্তু ফেরিওয়ালা খারাপ! ঘুষ-চুরির অভিযোগ ঢাকতে নেতার ঢাল রামায়ন-মহাভারত

English summary
Adhir Chowdhury questions why by election rule break for Maniktala and writes letter to Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X