For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী! কলকাতায় ফিরেই বিস্ফোরক অধীর

লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। প্রায় দুমাস পরে এদিন কলকাতায় পা রাখেন তিনি। বিমানবন্দরে নেমেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। প্রায় দুমাস পরে এদিন কলকাতায় পা রাখেন তিনি। বিমানবন্দরে নেমেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রসঙ্গত লকডাউনের মধ্যে বৃহস্পতিবার কলকাতায় বিমান চলাচল ফের শুরু হয়েছে।

দেশে কি ফের বাড়বে লকডাউন, করোনা মোকাবিলায় প্রস্তুতি জানতে বৈঠক ক্যাবিনেট সচিবেরদেশে কি ফের বাড়বে লকডাউন, করোনা মোকাবিলায় প্রস্তুতি জানতে বৈঠক ক্যাবিনেট সচিবের

পরিযায়ীদের নিয়ে রাজনীতির অভিযোগ

পরিযায়ীদের নিয়ে রাজনীতির অভিযোগ

কলকাতায় নেমে সাংবাদিকদের প্রশ্নেক উত্তরে অধীর চৌধুরী বলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ প্রতিদিন ট্রাকের মাথায় করে হাজার হাজার শ্রমিক ফিরছেন। তারপর তাঁরা কোথায় চলে যাচ্ছেন, তার হদিশ নেই রাজ্য সরকারের কাছে। অধীর চৌধুরীর মতে ট্রেনে এলে নজরদারির একটা জায়গা রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সামনে ভাল থাকতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মমতাকে তোপ

মমতাকে তোপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দেগে অধীর বলেন, এতদিন ধরে বছরে কোটি কোটি টাকা এই পরিযায়ী শ্রমিকরা রাজ্যকে গিয়েছে। যা প্রতিফলিত হয়েছে রাজ্যের অর্থনীতিতে।

পরিকাঠামো গড়তে পারেননি মুখ্যমন্ত্রী

পরিকাঠামো গড়তে পারেননি মুখ্যমন্ত্রী

অধীর চৌধুরী বলেন, লকডাউন করার অর্থ সময় কেনা। এই সময়ের মধ্যে পরিকাঠামো তৈরি করার চেষ্টা করে থাকে সরকারগুলি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে পারেননি বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

পরিযায়ীদের ফেরাতে লাগাতার চেষ্টা অধীরের

পরিযায়ীদের ফেরাতে লাগাতার চেষ্টা অধীরের

এর আগে পরিযায়ীদের রাজ্যে ফেরাতে লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন অধীর চৌধুরী। তাঁদের কাছে রসদ পৌঁছে দেওয়ার বন্দ্যোবস্ত করেছেন। পরিযায়ীদের ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার পাশাপাশি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন অধীর চৌধুরী। তবে সেই তালিকায় শুধু পরিযায়ীরাই ছিলেন না, পড়ুয়া থেকে শুরু করে দক্ষিণে চিকিৎসা করাতে যাওয়া রোগী, সবার জন্যই সরব হয়েছিলেন তিনি।

English summary
Adhir Chowdhury questions CM Mamata Banerjee comments to bring back Migrants Workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X