কংগ্রেসের দরবারে আসতে হবে মমতাকে, একুশের যুদ্ধের আগে ভবিষ্যদ্বাণী অধীরের
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভাঙন ধরেছে। ভাঙন দিয়ে যে দলের শুরু হয়েছিল, সেই দল শেষ হচ্ছে ভাঙনেই। আর তা নিয়ে তৃণমূল সুপ্রিমো কড়া বিবৃতি শুনে হাসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। কটাক্ষের সুরে তিনি বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতাদিকে বলি- 'ধর্মের কল বাতাসে নড়ে'! এখন নিশ্চয় আপনিও বুঝতে পারছেন।

একদম ঠিক বলেছেন দিদি! আপনাকে ধন্যবাদ
অধীর বলেন, আপনি বলছেন- "এমএলএ কেনা যায়, কিন্তু দল কেনা যায় না। একদম ঠিক বলেছেন! আপনাকে ধন্যবাদ।" তাঁর কথায়, আপনি কংগ্রেসের এমএলএ কিনেছিলেন, ভয় দেখিয়ে কেড়ে নিয়েছিলেন। এখন আপনার এমএলএদের কাড়ছে বিজেপি। তা দেখে যে আপনার উপলব্ধির যে কথা শুনলাম, তাতেই ভালো লাগছে।

কংগ্রেস দলকে কিনতে পেরেছেন কি, পারেননি
অধীরের কথায়, দিদি, আপনি কংগ্রেসের এমএলএ কিনেছেন ঠিকই, কিন্তু কংগ্রেস দলকে কিনতে পেরেছেন কি, পারেননি। দল কখনও কেনা যায় না! আপনি সারাজীবন তপস্যা করলেও কংগ্রেস দলকে কিনতে পারবেন না, পারবেন না কংগ্রেসকে শেষ করে দিতে। তার আগে আপনার দলই শেষ হতে বসেছে।

দিদি আপনাকে আবার কংগ্রেসের কাছে আসতে হবে
অধীরের ভবিষ্যদ্বাণী, দিদি আপনাকে আবার কংগ্রেসের কাছে আসতে হবে। কংগ্রেসের প্রয়োজনে নয়, আপনাকে আসতে হবে নিজের প্রয়োজনে! আপনি তো দল ভাঙানোর নেত্রী। কংগ্রেসকে ভাঙিয়েছিলেন। এখন দল ভাঙানোর বিরোধিতা করছেন, অবাক লাগে। আজ আপনাকে দেখে মনে হচ্ছে দুনিয়া গোল হ্যায়!

কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবার আপনার ভাঙার পালা
অধীর মনে করিয়ে দেন, আপনি এই কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কংগ্রেস ছেড়ে নতুন দল করেছেন। তারপর ৩৪ বছরের বাম সরকারকে হটাতে সেই কংগ্রেসকেই সঙ্গে নিতে হয়েছে। একা পারেননি বামফ্রন্টকে হটাতে। তারপর ফের কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছেন। সেখানেই শেষ নয়, একে একে কংগ্রেসকে ভাঙিয়ে নিয়েছেন। এবার আপনার ভাঙার পালা।