For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কঠিন পরিস্থিতিতে 'জননেতা' অধীর ফের ত্রাতার ভূমিকায়! নয়া উদ্যোগের বার্তা কংগ্রেস নেতার

Google Oneindia Bengali News

তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারই মাঝে করোনার জেরে প্রবল পরিমাণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। হাহাকার রয়েছে অক্সিজেনের জন্য। কোথাও কোথাও কেউ পাচ্ছেন না ন্যূনতম হাসপাতালের বেডটুকুও। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে যখন অক্সিজেনের চাহিদা তুঙ্গে , তখনই অধীর চৌধুরী উঠে এলেন নয়া উদ্যোগ নিয়ে।

 অধীরের উদ্যোগ

অধীরের উদ্যোগ

মুর্শিদাবাদের বুকে অধীর চৌধুরীর পরিচিতি চিরকালই 'ঘরের ছেলে' হিসাবে। বহু সময়ই এলাকাবাসীর সমস্যা দূর করতে ঝাঁপিয়ে পড়েছেন এই দাপুটে নেতা। এবার বহরমপুরে তাঁর লোকসভা এলাকায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিলেন এই কংগ্রেস সাংসদ। এবিষয়ে তিনি জেলাশাসককে ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছেন।

জেলার জন্য অধীরের উদ্যোগ

জেলার জন্য অধীরের উদ্যোগ

এছাড়াও অধীর চৌধুরী গোটা জেলার জন্য ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছেন। মুর্শিদাবাদ জেলার জন্য ২ টি অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব দেন অধীর চৌধুরী। যে অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক ভেন্টিলেটরের বন্দোবস্ত থাকবে বলে জানা গিয়েছে।

 অধীরের অনুরোধ

অধীরের অনুরোধ

এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, এই গোটা প্রক্রিয়া যাতে দ্রুততার সঙ্গে হয়, তার জন্য ব্যবস্থা নিন জেলাশাসক। এমন পদক্ষেপের জেরে এলাকাবাসীর প্রশংসা কুড়োচ্ছেন অধীর। প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনার জেরে আক্রান্তের সংখ্যা নয়া রেকর্ড গড়েছে। তার সঙ্গেই রাজ্যেও দ্রুততার সঙ্গে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে অধীর চৌধুরীর উদ্যোগ রীতিমতো তাৎপর্যপূর্ণ।

 করোনায় নয়া বিশ্বরেকর্ড ভারতের

করোনায় নয়া বিশ্বরেকর্ড ভারতের


এদিকে ,ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪,০১,৯৯৩ জন। দৈনিক আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড বিশ্বে। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৫২৩ জন। প্রসঙ্গত, এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলায় আংশিক লকডাউন ঘোষণার সহ্গে সঙ্গে হাসপাতালগুলির জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ বাংলার জন্য জারি করেছে নবান্ন।

English summary
Adhir Chowdhury plans to build an Oxygen plant in Behrampur of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X