For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহের নতুন নাম দিলেন অধীর চৌধুরী! এনআরসি নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে কড়া জবাব

এতদিন মোদী-শাহ জুটি এক সুরে কথা বলছিলেন। হঠাৎই তাল কেটে গেল এনআরসি ইস্যুতে। বিজেপির দুই গুজরাটি শীর্ষনেতার মুখে ভিন্ন সুরে শুনে তাজ্জব কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী এবার নতুন নামকরণ করলেন তাঁদের।

  • |
Google Oneindia Bengali News

এতদিন মোদী-শাহ জুটি এক সুরে কথা বলছিলেন। হঠাৎই তাল কেটে গেল এনআরসি ইস্যুতে। বিজেপির দুই গুজরাটি শীর্ষনেতার মুখে ভিন্ন সুরে শুনে তাজ্জব কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী এবার নতুন নামকরণ করলেন তাঁদের। এর আগে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নতুন নাম দিয়েছিলেন, এবার প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরও নতুন নামকরণ করলেন।

উভয়ের নাম দিলেন ‘রামু আর শ্যামু'

উভয়ের নাম দিলেন ‘রামু আর শ্যামু'

অধীর চৌধুরী বলেন, দেশকে বিভ্রান্ত করার জন্য বিতর্কিত এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিন্ন সুরে কথা বলছেন। তাঁদের সমালোচনা করে অধীর চৌধুরী তাই উভয়ের নাম দিলেন ‘রামু আর শ্যামু'। মোদী-শাহকে নিয়ে তীব্র শ্লেষ দাগলেন তিনি।

'দেশকে বিভ্রান্ত করার ওস্তাদ'

'দেশকে বিভ্রান্ত করার ওস্তাদ'

অধীর চৌধুরী বলেন, "মোদীজি এমন কথা বলছেন যেন তিনি কখনও এনআরসি-র কথা শোনেননি। আর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ফলাও করে বলছেন, এনআরসি পুরো দেশে প্রয়োগ করা হবে।" অধীর চৌধুরী আরও বলেন, এই রামু ও শ্যামু যাই বলুন না কেন, মনোযোগ সহকারে শোনা উচিত। কেননা তারা দেশকে বিভ্রান্ত করার ওস্তাদ।

দিল্লির রামলীলা ময়দানের সমাবেশে

দিল্লির রামলীলা ময়দানের সমাবেশে

দিল্লির রামলীলা ময়দানের একটি সমাবেশে বিরোধী দলের বিরুদ্ধে নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের নামে হিংসার অভিযোগ এনেছিলেন মোদি। তিনি বলেছিলেন, ভারতীয় মুসলমানদের সঙ্গে এনআরসির কোনও যোগসূত্র নেই। আর এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি।

সাক্ষাৎকারে শাহ বলেন

সাক্ষাৎকারে শাহ বলেন

আর তারপর মঙ্গলবার নিউজ এজেন্সি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ বলেন, প্যান-ইন্ডিয়া এনআরসি নিয়ে সত্যিই কোনও আলোচনা হয়নি। মোদীজিই ঠিক কথা বলেছেন। অথচ সংসদে দাঁড়িয়ে সারা দেশে এনআরসি লাগু করার কথা বলেছিলেন অমিত শাহ, তা প্রায় সর্বজনবিদিত।

নির্মলা সীতারমনকে লোকসভায় ‘নির্বলা' বলে বিতর্কে

নির্মলা সীতারমনকে লোকসভায় ‘নির্বলা' বলে বিতর্কে

এর আগে অধীর চৌধুরী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লোকসভায় ‘নির্বলা' বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, "আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মাঝে মাঝে আমার মনে হয়, নির্মলা সীতারামনের পরিবর্তে আপনাকে 'নির্বলা' সীতারামন বলাই ভালো হবে।

English summary
Congress MP Adhir Chowdhury gives new names of Narendra Modi and Amit Shah. He calls Modi and Shah as ‘Ramu or Shyamu’ on NRC dispute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X