For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর হাতে পেনড্রাইভ তুলে দিলেন অধীর, সন্তর্পণে কীসের দাবি জানালেন অডিও বার্তায়

মোদীর হাতে পেনড্রাইভ তুলে দিলেন অধীর, সন্তর্পণে কীসের দাবি জানালেন অডিও বার্তায়

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদের জ্বলন্ত সমস্যা এক পেনড্রাইভে তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তিনি সেই সমস্যার আশু সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্ত হয়েছেন। অবিলম্বে সীমান্ত ও নদীভাঙন সমস্যা মেটানোর জন্য তিনি আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। মুর্শিদাবাদ ছাড়া বাংলার অন্য এলাকার কথাও তিনি তুলে ধরেছেন।

মোদীর হাতে পেনড্রাইভে অডিও বার্তা অধীরের

মোদীর হাতে পেনড্রাইভে অডিও বার্তা অধীরের

লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী প্রথমেই বলেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সমস্যা নিয়ে। তাঁর অডিও রেকর্ডিং হিন্দিতে ডাবিং করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন তাঁর পেনড্রাইভটি। এই অডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন।

মুর্শিদাবাদের সীমান্ত সমস্যার সমাধানে আর্জি অধীরের

মুর্শিদাবাদের সীমান্ত সমস্যার সমাধানে আর্জি অধীরের

অধীর চৌধুরী পেনড্রাইভের মাধ্যমে পাঠানো অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন, মুর্শিদাবাদের জলঙ্গিরকাকমারি ও বাংলাদেশের রাজশাহির চরঘাটে স্থলবন্দর তৈরি করতে হবে। তাঁর বক্তব্য এখানে সীমান্ত সমস্যা ভয়ানক। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও ওপারের পেট্রাপোল বা নদিয়া জেলার গেদে এবং ওপারের দর্শনায় যেমন সীমান্ত পোস্ট রয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি তেমন নয়। সীমান্তে শিথিলতার সুযোগ নিয়ে নানা অবৈধ ক্রিয়াকলাপ, অসাধু চক্র এখানে সক্রিয়। গরিব, বেকার তরুণ প্রজন্ম এর ফলে চোরাচালান-সহ নানা অবৈধ কাজের দিতে ঝুঁকে পড়ছে।

জলঙ্গি ও রাজশাহির মধ্যে সড়ক যোগাযোগের আর্জি

জলঙ্গি ও রাজশাহির মধ্যে সড়ক যোগাযোগের আর্জি

শুধু সীমান্ত সমস্যা নিয়েই নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন, পদ্মার উপর দিয়ে জলঙ্গি ও রাজশাহির মধ্যে সড়ক যোগাযোগ তৈরি হলে অর্থনীতির উন্নতিও হবে। এবং সর্বোপরি অবৈধ কারবারে রাশ টানা যাবে। এই কারণেই জলঙ্গির কাকমারি ও রাজশাহির চরঘাটে স্থলবন্দর তৈরির কথা জানান তিনি।

নদী ভাঙন সমস্যা নিয়েও পেনড্রাইভে অডিও বার্তা

নদী ভাঙন সমস্যা নিয়েও পেনড্রাইভে অডিও বার্তা

অধীর চৌধুরী সীমান্ত সমস্যা ছাড়াও নদী ভাঙন সমস্যা নিয়েও পেনড্রাইভে তাঁর অডিও বার্তা তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় নদী ভাঙনের দীর্ঘকালীন সমস্যা মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ প্রয়োজন। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ও রাজ্য সরকারকে এই মর্মে চিঠিও দেন তিনি। অডিও বার্তায় প্রধানমন্ত্রীকে সে কথাও জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

ঘূর্ণিঝড় ও দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনে কংক্রিটের বাঁধ

ঘূর্ণিঝড় ও দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনে কংক্রিটের বাঁধ

অধীর চৌধুরী আরও জানান, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিয়ে সংস্লিষ্ঠ মহলে কথা বলার আশ্বাসও দিয়েছেন তিনি। এছাড়াও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বারবার দুর্যোগের কবলে পড়া নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কংক্রিটের বাঁধ নির্মাণে জোর দেওয়ার আর্জি জানিয়েছেন। সাম্প্রতিককালে বারবার দুর্যোগের মুখে সুন্দরবন বিধ্বস্ত হয়ে গিয়েছে। তাই ঘূর্ণিঝড় ও দুর্যোগের কথা মাথায় রেখে বিশেষভাবে বিষয়টি বিবেচনার আর্জি জানান অধীর।

রাজ্যে করোনা বাড়ছে কার জন্যে? ফের বুর্জ খলিফা প্রসঙ্গ উস্কে দিয়ে সুজিতকে নিশানা দিলীপেররাজ্যে করোনা বাড়ছে কার জন্যে? ফের বুর্জ খলিফা প্রসঙ্গ উস্কে দিয়ে সুজিতকে নিশানা দিলীপের

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Adhir Chowdhury gives audio message over Pen-drive to PM Narendra Modi. He requests to solve border and erosion problems of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X