For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরাবুলকে গ্রেফতার করিয়ে ‘মেক ওভার’! মমতার রাজধর্ম পালনকে খোঁচা অধীরের

আরাবুল ইসলামকে গ্রেফতারির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ‘মেক ওভার’ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Google Oneindia Bengali News

আরাবুল ইসলামকে গ্রেফতারির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে 'মেক ওভার' বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখন দেখাতে চাইছেন তাঁর রাজত্বে কতটা শাসন রয়েছে। তিনি দেখাতে চাইছেন, তাঁরা রাজত্বে শাসন রয়েছে বলেই নিজের দলের নেতা আরাবুলকে গ্রেফতার করা হচ্ছে। অধীর বলেন, আরাবুলের গ্রেফতারি আসলে তৃণমূলের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা।

আরাবুলকে গ্রেফতার করিয়ে ‘মেক ওভার’! মমতার রাজধর্ম পালনকে খোঁচা অধীরের

[আরও পড়ুন:'আমি নির্দোষ, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে', মুখ্যমন্ত্রীকে বার্তা আরাবুলের][আরও পড়ুন:'আমি নির্দোষ, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে', মুখ্যমন্ত্রীকে বার্তা আরাবুলের]

অধীর চৌধুরী বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা পর থেকে যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে, তাতে তৃণমূলের স্বরূপ প্রকাশ পেয়ে গিয়েছে বাংলার মানুষের কাছে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। এখন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙড়কে বোমা-গুলিতে উত্তপ্ত করে তোলা হচ্ছে। সেখানে ঘটে গিয়েছে খুনের ঘটনা।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিকে আন্দোলনকারীরা যেমন 'আইওয়াশ' বলে মনে করছেন, তেমনই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনাকে 'মেক ওভার' বলে ব্যাখ্যা করলেন। তাঁর কথায়, মেক ওভারের চেষ্টা না হলে শুধু আরাবুল নয়, মুখ্যমন্ত্রী এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের নির্দেশ দিতেন।

অধীর চৌধুরী বলেন, আরাবুল একটা ব্যক্তি নয়, আরাবুল একটা ভাবনা। সে একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। আর সেটা হল সন্ত্রাসের প্রতিষ্ঠান, একটা আতঙ্ক সৃষ্টির প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আরাবুলকে গ্রেফতার করিয়ে তিনি বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, একটা আরাবুলকে গ্রেফতার করিয়ে কী হবে। বাংলাজুড়ে একাধিক আরাবুল ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে বলে ভুল হবে, বাংলাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার আরাবুল। দিদির হয়ে ভোট করার জন্য, তাঁদের কে ছাড়া আছে। তাঁরা দিদির হয়ে ভোট করবে, বিনিময়ে হাততালি কুড়াবে।

[আরও পড়ুন: আরাবুলের বাগানে বোমার আড়ত! বোমা সংরক্ষণের 'কায়দা' দেখে চক্ষু চড়কগাছ][আরও পড়ুন: আরাবুলের বাগানে বোমার আড়ত! বোমা সংরক্ষণের 'কায়দা' দেখে চক্ষু চড়কগাছ]

English summary
Bengal Congress President Adhir Chowdhury criticizes Chief Minister Mamata Banerjee that decision to arrest Arabul Islam is 'make over',
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X