For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে অক্সিজেন দেবে মমতার ফেডারেল ফ্রন্ট! বিজেপি-বিরোধীদের সতর্ক করলেন অধীর

অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গড়ার কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন। তিনি প্রকারান্তরে নরেন্দ্র মোদীকে অক্সিজেন জোগাচ্ছেন।

Google Oneindia Bengali News

ফেডারেল ফ্রন্ট নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রবিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গড়ার কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন। তিনি প্রকারান্তরে নরেন্দ্র মোদীকে অক্সিজেন জোগাচ্ছেন।

মোদীকে অক্সিজেন দেবে মমতার ফেডারেল ফ্রন্ট! কটাক্ষ অধীরের

অধীর চৌধুরীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা দিল্লিতে ফের বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করা। সেই কারণেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন মোদী বিরোধী সার্বিক ঐক্যের কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অ-বিজেপি দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের স্বপ্ন দেখছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বলেন, নরেন্দ্র মোদীকে টক্কর দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সততা নেই। তিনি দুবার এনডিএ সরকারের মন্ত্রী হয়েছেন। আর তার জন্য কোনওদিন ভুল স্বীকার করেননি। কোনওদিন গুজরাতের দাঙ্গার প্রতিবাদও করেননি।

অধীর চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই তো দূর অস্ত, উল্টে বিজেপিকে রাজ্যে আসার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বলছেন ১৯ জানুয়ারি ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে বিজেপি বিরোধী সব দলকে নিয়ে সভা করবেন, আবার পরক্ষণেই বলছেন ফেডারেল ফ্রন্টের কথা।

প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, রাহুল গান্ধীর নেতৃত্বে অখিলেশ-মায়াবতীরা যখন বিজেপিকে একের পর এক আসনে হারাচ্ছেন, তখন মমতাদেবী ফেডারেল ফ্রন্টের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার চেষ্টা করছেন। তার কারণ বিজেপি ও কংগ্রেসকে ছাড়া যদি আর একটি জোট গড়া যায় তাহলে আদতে সুবিধা পাবেন নরেন্দ্র মোদীরাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কার হাত শক্ত করতে চাইছেন, তা স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে।

English summary
Congress state president Adhir Chowdhury criticizes Mamata Banerjee on federal front. Adhir says Mamata’s front will help Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X