For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের ওপর আক্রমণ বরদাস্ত নয়! মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র নিয়ে বিস্ফোরক অধীর

পশ্চিমবঙ্গে যারা সরকারি দল, তাদের ক্ষমতায় টিকে থাকার মূল হাতিয়ার সন্ত্রাস, পুলিশ, দুর্বিত্ত। নাম না করে তিনি বলেন, কোনও দলের সঙ্গে তাঁর আদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু কোনও স্বীকৃত রাজনৈতিক গলের ক

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে যারা সরকারি দল, তাদের ক্ষমতায় টিকে থাকার মূল হাতিয়ার সন্ত্রাস, পুলিশ, দুর্বিত্ত। নাম না করে তিনি বলেন, কোনও দলের সঙ্গে তাঁর আদর্শগত ফারাক থাকতে পারে, কিন্তু কোনও স্বীকৃত রাজনৈতিক গলের কোনও নেতার ওপরে হামলা চলতে পারে না। তিনি এই আক্রমণের কড়া নিন্দা করেছেন।

বিমান বসুকে জন্মদিনে লাল গোলাপ সোমেন মিত্রের! প্রদেশ সভাপতিকে পাল্টা ধন্যবাদ বামফন্ট চেয়ারম্যানেরবিমান বসুকে জন্মদিনে লাল গোলাপ সোমেন মিত্রের! প্রদেশ সভাপতিকে পাল্টা ধন্যবাদ বামফন্ট চেয়ারম্যানের

মানতে হবে বিজেপি দেশের সরকার চালাচ্ছে

মানতে হবে বিজেপি দেশের সরকার চালাচ্ছে

অধীর চৌধুরী বলেন, এটা ভাল লাগুক, না লাগুক এটা মানতে হবে, বিজেপি আজ দেশের সরকার চালাচ্ছে। একবার নয় দু-দুবার জনগণ তাদের সুযোগ করে দিয়েছে।

 রাজনৈতিক বিরোধ আছে বিজেপির সঙ্গে

রাজনৈতিক বিরোধ আছে বিজেপির সঙ্গে

অধীর বলেন, বিজেপির সঙ্গে তাঁর আদর্শগত বিরোধ রয়েছে।, রাজনৈতিক বিরোধ রয়েছে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, তারা ভোটে জিতে ক্ষমতায় এসেছে।

বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে

বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনও নেতা নেত্রী আছে, তাঁর রাজনৈতিক আদর্শ মতবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ না হতে পারে, একইসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছুই তাঁদের পছন্দ নয়। তার জন্য একটা দলের রাজ্য সভাপতিকে মারতে হবে, এটা কখনই বরদাস্ত করা যায় না। এই ঘটনা রাজ্যের ভাবমূর্তি কলঙ্কিত করছে বলেও মন্তব্য করেন অধীর।

পশ্চিমবঙ্গে বিরোধিতা করলেই মার

পশ্চিমবঙ্গে বিরোধিতা করলেই মার

রাজ্যে বিরোধীদলের সঙ্গে সরকার কী ব্যবহার করছে, এটা তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বহরমপুরের সাংসদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিরোধিতা করলেই মার খেতে হবে, জেল খাটতে হবে। তিনি বলেন, দিলীপ ঘোষ নতুন দেখলেও, তারা বহু বছর ধরে ভুগছেন।

মানুষের আদালতে রাজনীতির লড়াই

মানুষের আদালতে রাজনীতির লড়াই

অধীর বলেন, মানুষের আদালতে রাজনীতির লড়াই হবে। তাতে যে থাকবে, যে হারবে, তা মানুষ ঠিক করবে। কিন্তু তার মধ্যে কাউকে কারও ভাল না লাগলে, তাকে মারতে হবে, এটা কোনও গণতন্ত্র হতে পারে না। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কড়া শাস্তির দাবি করেন। সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গণতন্ত্র চাইলে এই কাজটি করতে হবে।

English summary
Adhir Chowdhury criticises the attack on Dilip Ghosh in Rajarhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X