For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে জোট থেকে সরে যায়নি কংগ্রেস! সুর পাল্টেছেন দিদিভাই, কংগ্রেস পচা ডোবা নয়, বিস্ফোরক অধীর

রাজ্যে জোট থেকে সরে যায়নি কংগ্রেস! সুর পাল্টেছেন দিদিভাই, কংগ্রেস পচা ডোবা নয়, বিস্ফোরক অধীর

  • |
Google Oneindia Bengali News

উপনির্বাচনের (byelection) ফলাফলে উৎসাহিত কংগ্রেস (congress) কর্মীরা। এদিন বহরমপুরে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। একদিকে তিনি যেমন মন্তব্য করেছেন, দিদিভাই সুর বদল করেছেন, অন্যদিকে তিনি বামেদের উদ্দেশে বলেছেন, কংগ্রেস জোট থেকে সরে যায়নি।

জোট নিয়ে অধীর চৌধুরী

জোট নিয়ে অধীর চৌধুরী

কালী পুজোর উদ্বোধনে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য বাংলায় বাম-কংগ্রেসের জোট নিয়ে সওয়াল করেছিলেন। এদিন এব্যাপারে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, এব্যাপারে বিভিন্ন জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তারা ওপর থেকে কিছু চাপিয়ে দেবেন না। সিপিএম কোনও সিদ্ধান্ত নিলে নিতে পারে, তবে কংগ্রেস বামেদের সঙ্গে জোট ভাঙার কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে তিনি। সামসেরগঞ্জের নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থী থাকার প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, ভোটের আগে জোটেই সামসেরগঞ্জ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই কংগ্রেস চলেছে। অন্যদিকে শান্তিপুরে কংগ্রেস ও সিপিএম প্রার্থীর লড়াই প্রসঙ্গে তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে জোরে ফর্মুলা অনুযায়ী শান্তিপুরে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু অন্য কোনও জায়গায় তাঁরা প্রার্থী দেননি।

কংগ্রেস কর্মীরা উৎসাহিত

কংগ্রেস কর্মীরা উৎসাহিত

অধীর চৌধুরী এদিন দাবি করেছেন, সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফলে কর্মীরা উৎসাহিত। তারা বুঝতে পারছেন, আগামী দিনে কংগ্রেস ফের ক্ষমতায় আসতে চলেছে। তিনি কটাক্ষ করে বলেছেন, তারাই শুধু নয়, দিদিভাইও সুর পাল্টে ফেলেছেন। উপনির্বাচনে কংগ্রেসের সাফল্য এসেছে অসম, হিমাচল প্রদেশ, কর্নাটক, রাজস্থান থেকে। এব্যাপারে অধীর চৌধুরী বলেছেন, কংগ্রেসের এই জয় জরুরি ছিল। তিনি বলেছেন, অনেকেই বলছিলেন, কংগ্রেস হারিয়ে গিয়েছে, উবে গিয়েছে এই প্রচার ভুল। তিনি বলেছেন, কংগ্রেস পচা ডোবা নয়, কংগ্রেস ভারতের রাজনৈতিক ধারা। তিনি বলেছেন, গঙ্গায় যেমন ফুল-বেলপাতা দেওয়া হয়, ঠিক তেমনই কংগ্রেসের ওপরেও করা হয়। কেউ কংগ্রেসকে পচা ডোবা বললেও, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, সনিয়া গান্ধীর নেতৃত্বেই অটলবিহারী বাজপেয়ীর মতো নেতা পরাজিত হয়েছিলেন। সেইরকমই নরেন্দ্র মোদীকেও ক্ষমতা থেকে উৎখাত করা হবে বলে জানিয়েছেন তিনি।

সাধারণ চিকিৎসাই হাসপাতালে হয় না

সাধারণ চিকিৎসাই হাসপাতালে হয় না

স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, বেসরকারি হাসপাতালের পকেট ভারী করছে সরকার। স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে জুয়াচুরি চলছে বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে সরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর, সর্দির চিকিৎসা ব্যবস্থাটাই তুলে দিয়েছে সরকার। তিনি বলেছেন, হাসপাতালে চিকিৎসক, নার্স, ওষুধ না বাড়িয়ে, পরিষেবা না বাড়িয়ে স্বাস্থ্যসাথী নিয়ে মাতামাতি করা হচ্ছে। সরকারের টাকায় বেসরকারি হাসপাতালে ধান্দা হচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি।

মানুষের সরকার তৃণমূল কেন দাম কমালো না পেট্রোল-ডিজেলের? প্রশ্ন দিলীপের, 'আই-ওয়াস' বললেন কুণালমানুষের সরকার তৃণমূল কেন দাম কমালো না পেট্রোল-ডিজেলের? প্রশ্ন দিলীপের, 'আই-ওয়াস' বললেন কুণাল

পেগাসাস নিয়ে রাহুলের আন্দোলনে স্বীকৃতি

পেগাসাস নিয়ে রাহুলের আন্দোলনে স্বীকৃতি

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের তরফে তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছে। এব্যাপারে অধীর চৌধুরী বলেন, এটা কংগ্রেসের নৈতিক জয়। তৃণমূল-সহ সব বিরোধীরা একসঙ্গে লড়াই করেছিল। কিন্তু সরকার বিরোধীদের দাবি মানতে চায়নি। এবার সর্বোচ্চ আদালত সেই স্বীকৃতি দিল, বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As Congress made good results in byelection, Adhir Chowdhury claims Mamata banerjee has changed her tune.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X