'সাহস থাকলে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান', খোলা চ্যালেঞ্জ অধীরের
শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। একথা কারও অজানা নয়। কংগ্রেস-তৃণমূল জোটের সম্পর্ক থাকাকালীনও তা মেনে নিতে পারেননি অধীর চৌধুরী। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ খুইয়েও একইরকম মমতা বিরোধিতা বজায় রেখেছেন তিনি।

মুর্শিদাবাদে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সভা করে অধীর চৌধুরীকে হারানোর কথা ঘোষণা করেন। এমনকী তিনি নিজেও মুর্শিদাবাদ থেকে দাঁড়াতে পারেন বলে শোনা গিয়েছে। এই প্রসঙ্গে অধীরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, শুভেন্দু অধিকারী কেন, সাহস থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেকোনও কেন্দ্র থেকে আমার বিরুদ্ধে প্রার্থী হোন।
অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অধীর। বারাসতে এক মামলার হাজিরা দিতে এসে এসব কথা বলেছেন তিনি।
[আরও পড়ুন: সিবিআই থেকে অলোক বর্মাকে সরানো প্রসঙ্গে মোদীকে চমকালেন খারগে ]
পাশাপাশি সোমবার মুখ্যমন্ত্রী স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগ নিয়ে যে কথা বলেছেন, তারও কড়া সমালোচনা করেন অধীর। তাঁর কথায়, এভাবে শিক্ষক নয়, ক্রীতদাস নিয়োগ হচ্ছে। যেভাবে পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে, সেভাবেই শিক্ষকের বদলে এখন সরকার ইন্টার্ন নিয়োগ করতে চলেছে।
[আরও পডুন:কর্ণাটকে ফের বিধায়ক কেনাবেচার অভিযোগ! ১০১জনকে দিল্লির পাঁচতারা হোটেলে রেখেছে বিজেপি ]
কেন্দ্র ও রাজ্য সরকারের একযোগে সমালোচনা করে অধীর চৌধুরী বলেন, ভোটের আগে দুই সরকারই চমক দিতে চাইছে। ভোটের আগে মোদী-মমতার ভালো কাজের কথা মনে পড়ে যায় বলেও কটাক্ষ করেছেন এই কংগ্রেস নেতা।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে দেশ চাইছে মোদীকেই, বেশ পিছনে রাহুল! বলছে সাম্প্রতিক সমীক্ষা]