For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর চৌধুরীর কমিটিতে সোমেনপন্থীদের গুরুত্ব! সমন্বয়ের রদবদলে কে পেলেন কোন পদ

অধীর চৌধুরী এখন আরও চৌখুশ। একুশের নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসের নয়া কমিটি গঠনে তিনি সেই প্রমাণ রাখলেন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্ভাবনাই দিলেন না।

Google Oneindia Bengali News

অধীর চৌধুরী এখন আরও চৌখশ। একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসের নয়া কমিটি গঠনে তিনি সেই প্রমাণ রাখলেন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্ভাবনাই দিলেন না। সকল গোষ্ঠীর নেতাদের নিয়ে সমন্বয়ের কমিটি গড়ল অধীর চৌধুরীর কংগ্রেস। প্রথমবারের ভুল আর করলেন দ্বিতীয়বার। সবাই একসাথে চলার অঙ্গীকার নিলেন।

অধীরের নতুন কমিটিতে সোমেন-তনয়ের পদোন্নতি

অধীরের নতুন কমিটিতে সোমেন-তনয়ের পদোন্নতি

অধীর চৌধুরীর নতুন কমিটিতে কোনও ভেদাভেদ নেই। প্রায় সব পক্ষই স্থান পেলেন কমিটিতে। প্রতি পক্ষই পেল কোনও না কোনও পদ। সবথেকে উল্লেখের বিষয় অধীর চৌধুরীর কমিটিতে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র পেলেন গুরুত্বপূর্ণ পদ। তাঁর পদোন্নতি হল অধীর চৌধুরীর কমিটিতে।

সোমেন ঘনিষ্ঠদের গুরুত্ব দিলেন অধীর চৌধুরী

সোমেন ঘনিষ্ঠদের গুরুত্ব দিলেন অধীর চৌধুরী

প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতির পদে ছিলেন সোমেন-তনয় রোহন মিত্র। তিনি পেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ। সোমেন ঘনিষ্ঠ অমিতাভ চক্রবর্তী, সর্দার আমজাদ আলি, বাদল ভট্টাচার্য, সন্তোষ পাঠক, শহিদ ইমামরাও প্রদেশ কংগ্রেস কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

অধীরের বিশেষ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে

অধীরের বিশেষ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে

শুধু রাজ্যেও নয়, জেলাতেও গুরুত্ব দেওয়া হল সোমেন ঘনিষ্ঠ নেতাদের। অর্থাৎ জেলা সভাপতি হিসেবে যে সমস্ত সোমেন ঘনিষ্ঠ নেতারা ছিলেন, তাঁরা বহাল রইলেন পদে। কার্যকরী সভাপতি পদেও বহাল রাখা হল সোমেন ঘনিষ্ঠ নেতাদের। সোমেনের প্রয়াণের পর অধীরের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে।

অধীরের কমিটিতে স্থান পেলেন কারা

অধীরের কমিটিতে স্থান পেলেন কারা

অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের নতুন কমিটিতে সহ সভাপতি হলেন মোট ১১ জন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ সর্দার আমজাদ আলি। সাধারণ সম্পাদক হলেন ১৪ জন। সেই তালিকায় নাম সোমেন-পুত্র রোহনের, আছেন সোমেন ঘনিষ্ঠ কাজি আবদুর রহিম, কৃষ্ণা চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়রা। এদের সঙ্গেই রয়েছেন অধীর ঘনিষ্ঠ মনোজ চক্রবর্তী, ঋজু ঘোষালরা।

বিভিন্ন কমিটির চেয়ারম্যান পোস্ট যাঁদের

বিভিন্ন কমিটির চেয়ারম্যান পোস্ট যাঁদের

সাসংদ প্রদীপ ভট্টাচার্যকে করা হয়েছে কো-অর্ডিনেটর কমিটির চেয়ারম্যান। সোমেন-ঘনিষ্ঠ বাদল ভট্টাচার্য এই কমিটিরপ কনভেনর হয়েছেন। প্রচার কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ইস্তেহার কমিটির চেয়ারম্যান বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। সোমেন ঘনিষ্ঠ অমিতাভ চক্রবর্তী এই কমিটির কনভনের।

নির্বাচন কমিটিতে অধীর চৌধুরীর সঙ্গে কারা থাকছেন

নির্বাচন কমিটিতে অধীর চৌধুরীর সঙ্গে কারা থাকছেন

নির্বাচন কমিটিতে অধীর চৌধুরীর সঙ্গে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, আবু হাসেম খান চৌধুরী, দীপা দাশমুন্সি, অভিজিৎ মুখোপাধ্যায়, সর্দার আমজাদ আলি, শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায় প্রমুখ। অধীরবাবু হাইকম্যান্ডের নির্দেশ মেনে সবাইকে নিয়ে প্রদেশ কংগ্রেসের কমিটি গড়ে দিলেন।

English summary
Adhir Chowdhury builds new committee of Pradesh Congress with all important leaders. Somen MItra close aid leaders get important post.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X