For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রাস্তায় অধীর, মোদীকে তোপ! বললেন, মমতার সরকার চাইলে তাঁকে কোয়ারেন্টাইনে রাখতে পারে

ফের রাস্তায় অধীর, মোদীকে তোপ! বললেন, মমতার সরকার চাইলে তাঁকে কোয়ারেন্টাইনে রাখে পারে

  • |
Google Oneindia Bengali News

যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তা চিন্তার। এব্যাপারে লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, আজ অনেকেই হয়ত ভাবছেন বিপদ নেই। কিন্তু তাঁর ঘরে বিপদ কখন আসবে, কেউ বলতে পারে না। এব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করেন তিনি।

এদিন ফের রাস্তায় অধীর

এদিন ফের রাস্তায় অধীর

অধীর চৌধুরী এদিন ফের বহরমপুরের রাস্তায় নামেন। গলি থেকে রাস্তা, বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। দিন তিনেক আগে বহরমপুরের গির্জা মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটেছিলেন তিনি।

মুখে মাস্ক, প্রোটেক্টর শিল্ড

মুখে মাস্ক, প্রোটেক্টর শিল্ড

মুখে মাস্ক আর করোনা করোনা প্রোটেক্টর লাগিয়ে এদিনও রাস্তায় নেমেছিলেন। এদিনও তাঁর হাতে ছিল থার্মাল গান। সকলকে সাবধানতা অবলম্বনের ডাক দেন। তবে এলাকায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে প্রভাব খুব কম বলে মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে তোপ

প্রধানমন্ত্রীকে তোপ

এদিন তিনি রাস্তায় বেরিয়ে প্রধানমন্ত্রীর প্রতি তোপ দাগেন। বলেন, লকডাউন ঘোষণার সময় তিন্তা করে করা হয়নি। খেয়াল খুশি মতো করা হয়েছে। অভিজ্ঞ মানুষদের বিচারবুদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতকেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ লকডাউন তোলার সময়ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়নি।

 রাজ্য সরকার চাইলে তাঁকে কোয়ারেন্টাইনে রাখতে পারে

রাজ্য সরকার চাইলে তাঁকে কোয়ারেন্টাইনে রাখতে পারে

অধীর চৌধুরী বলেন, তিনি কলকাতায় আসার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে, তবেই এসেছেন। তবে পশ্চিমবঙ্গের তৃমমূল সরকার যদি চায়, তাঁকে কোয়ারেন্টাইনে রাখতে পারে।তাঁর কোনও অসুবিধা নেই।

English summary
Adhir Chowdhury blames Centre for increase corona cases in the Country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X