For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে দিনেরবেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে! মুর্শিদাবাদে তিনে ৩ বার্তায় অধীর

তৃণমূলের অবস্থা শোলে সিনেমার মতো। মুর্শিদাবাদ কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে উৎফুল্ল অধীর চৌধুরী নিশানা করলেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রসকে।

Google Oneindia Bengali News

তৃণমূলের অবস্থা শোলে সিনেমার মতো। মুর্শিদাবাদ কংগ্রেসের শক্তিবৃদ্ধিতে উৎফুল্ল অধীর চৌধুরী নিশানা করলেন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রসকে। দুবারের বাম বিধায়ক আবু হাসনাতের কংগ্রেসে যোগদানের পর তাঁকে পাশে বসিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ একহাত নিলেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, তৃণমূলকে দিনের বেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে মুর্শিদাবাদে।

তৃণমূলকে দিনেরবেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে, তোপ অধীরের

তাঁর কথায়, তৃণমূল তাসের ঘরের মতো ভাঙছে মুর্শিদাবাদ জেলায়। কংগ্রেসের হাত শক্ত করতে দলে দলে এগিয়ে আসছেন মুর্শিদাবাদের মানুষ। টাকা-পয়সা দিয়ে ভয় দেখিয়ে আর কর্মীদের আটকে রাখতে পারছে না তৃণমূল। তাই মুর্শিদাবাদে তিনে তিন হবেই। কংগ্রেস লোকসভার তিনটি আসনেই জয়ী হবে বলে দাবি অধীরের।

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই শক্তিবৃদ্ধি করছেন মুর্শিদাবাদের রবিনহুড। শাসকদল ছেড়ে কদিন আগেই কর্মী-সমর্থকরা যোগদান করেন কংগ্রেসে। এবার কংগ্রেসে যোগদান করলেন আরএসপির দুবারের বিধায়ক। তাঁর হাতে পতাকা তুলে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বয়ং।

তিনি বলেন, মুর্শিদাবাদে এখনও যাঁরা তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তাদের ৮০ শতাংশের দেহ তৃণমূল কংগ্রেসে পড়ে রয়েছে, আর মন থেকে গিয়েছে কংগ্রেসে। লোকসভা ভোটেই তা হাড়ে হাড়ে টের পাবে তৃণমূল।

English summary
Adhir Chowdhury attacks TMC and messages for Lok Sabha Election 2019. Twice times Left MLA join in Congress at Murshidabad leaving RSP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X