For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কু-কথার জননী মমতা, তাহলে অনুব্রতরা কি সু-কথা শিখবে, তোপ অধীরের

অধীরের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় কু-কথার জননী হলে তাঁর সন্তানরা কি কু-কথা না শিখে সু-কথা শিখবে? সেই আশা করাও বৃথা।

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলদের কু-কথার রাজনীতির জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি এবার মমতাকে আক্রমণ করলেন একেবারে চাঁছাছোলা ভাষায়। মুখ্যমন্ত্রীকে কু-কথার জননী বলে সম্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কটাক্ষ, 'মমতা বন্দ্যোপাধ্যায় কু-কথার জননী হলে তাঁর সন্তানরা কি কু-কথা না শিখে সু-কথা শিখবে? সেই আশা করাও বৃথা।'

কু-কথার জননী মমতা, তাহলে অনুব্রতরা কি সু-কথা শিখবে, তোপ অধীরের

এর আগেও ভাইদের বাজে কথার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন অধীর চৌধুরী। তিনি বলেছিলেন, 'বাংলায় যে নোংরা কথার রাজনীতি করছেন দিদির ভাইয়েরা, তার মূলে রয়েছেন তৃণমূল নেত্রী স্বয়ং। তৃণমূলের নেতারা দলনেত্রীর শেখানো বুলিই আওড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছিলেন, বেয়াড়া নেতাদের শাসনে রাখতে হয় ব্যর্থ দলনেত্রী। তাই মুখে কোনও লাগাম নেই অনুব্রতদের।

এদিন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন, 'তিনি কু-কথার জননী। এতদিন দিদির খেয়াল ছিল না যে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন ফের কম যেতে শুরু করেছে। সেই খেয়াল হতেই অনুব্রত মণ্ডলদের ভদ্র হতে বলেছেন। কিন্তু এভাবে কি ভদ্র হওয়া যায়। কু-কথার জননীর সন্তানরা কোনওদিনও সু-কথা শিখবে না।'

কু-কথার জননী মমতা, তাহলে অনুব্রতরা কি সু-কথা শিখবে, তোপ অধীরের

উল্লেখ্য, সোমবার বর্ধমানের সভায় মঞ্চে উপস্থিত অনুব্রত মণ্ডলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা বিজেপির মতো বাজে কথায় বিশ্বাসী নই। আমরা পাল্টা বাজে কথা বলব না। কেষ্টকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি। ওসব বাজে কথা বরদাস্ত করব না।' মুখ্যমন্ত্রীর এই সবক শেখানের বার্তার পরই অধীর চৌধুরী এক প্রশ্নের উত্তরে মমতাকে তোপ দাগেন।

অধীর চৌধুরীর কথায়, 'প্রতিদিন বিরোধী দলের নেতা-নেত্রীদের যে ভাষায় আক্রমণ করা হচ্ছে রাজ্যে। আজ আমাকে, কাল মান্নানদাকে। আবার বিকাশ ভট্টাচার্য, এমনকী প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না অনুব্রত মণ্ডলরা। এক সময় বলেছিলেন, পুলিশের মাথায় বোম মারো। তারপর একবার মুখ্যমন্ত্রীর বিবৃতি পাওয়া গিয়েছিল। তিনি বলেছিলেন, কেষ্ট খুব ভালো ছেলে। মাঝে-মধ্যে ওর মাথায় অক্সিজেন কম যায়। আবার এতদিন পর অনুব্রতকে সাবধান করলেন তিনি।'

English summary
Adhir Chowdhury attacks to Mamata Banerjee as a mother of bad speech. He sayas that Mamata is failed to restrict Anubrata Mandal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X