For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য প্রতিদিন পেতে পারে ১০০ গাড়ি! পরিযায়ীদের ফেরাতে কিছু তো করুন মুখ্যমন্ত্রী, কাতর আবেদন অধীরের

রাজ্য প্রতিদিন পেতে পারে ১০০ গাড়ি! পরিযায়ীদের ফেরাতে কিছু তো করুন মুখ্যমন্ত্রী, কাতর আবেদন অধীরের

  • |
Google Oneindia Bengali News

বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পের রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে কথা লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর। অধীর চৌধুরী জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ীরা তাঁকে বিভিন্ন সময়ে ফোন করছেন। তাঁদের জন্যই রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে জানিয়েছেন অধীর। এদিকে এদিন জানা গিয়েছে রাজ্য সরকার ১০৫ টি গাড়ির জন্য অনুমতি দিয়েছে।

 অসহায় পরিযায়ীদের জন্য কথা

অসহায় পরিযায়ীদের জন্য কথা

রেলমন্ত্রীকে অধীর চৌধুরী বলেছেন, বাংলার বহু মানুষ দেশের বিভিন্ন জায়গায় অসহায় , দুর্বিসহ জীবন কাটাচ্ছে। তাঁদের ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলার এই সাংসদ। রেলমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মহারাষ্ট্র থেকে তিনি নির্বাচিত হলেও মহারাষ্ট্রের বাসিন্দাদের তিনি ফেরত পাঠাতে পারছেন না।

পশ্চিমবঙ্গের সরকার চাইছে না

পশ্চিমবঙ্গের সরকার চাইছে না

পীযুষ গোয়েলের অভিযোগ পশ্চিমবঙ্গের সরকার চাইছে না পরিযায়ীদের ফেরত নিয়ে যেতে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকার চাইলে এই সমস্যা রেলমন্ত্রীকে শুনতে হত না। অধীর চৌধুরী জানিয়েছেন, পীযুষ গোয়েল তাঁকে বলেছেন প্রতিদিন পশ্চিমবঙ্গকে ১০০ করে গাড়ি দিতে তিনি রাজি। তবে তার আগে অনুমতি দিতে হবে। বুধবার বিকেল পর্যন্ত সাতটি গাড়ির অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। পাশের রাজ্য ঝাড়খণ্ড পাঁচ গুণ বেশি গাড়ি নিয়ে পরিযায়ীদের ফিরিয়ে নিয়ে গিয়েছে।

মমতার প্রতি অধীরের অনুরোধ

মমতার প্রতি অধীরের অনুরোধ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অধীর চৌধুরীর অনুরোধ, তিনি মা মাটি মানুষের নেত্রী। তিনি জনগণের দ্বারা নির্বাচিত। যাঁরা বাইরে পড়ে আছেন, তাঁদের কান্না শুনতে শুনতে, তিনি(অধীর) কাতর হয়ে যাচ্ছেন। পরিযায়ীরা তাঁকে(অধীর) বলেছেন, যদি না ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আত্মহত্যা ছাড়া, কোনও গতি থাকবে না। অধীর বলেন, পরিযায়ীরা শুনতে চাইছে, তাঁদের ফিরিয়ে আনা হবে। তাঁরা কি কোনও দিন বাড়ি ফিরতে পারবে, কেউ কেউ এমনই প্রশ্ন করছেন। অধীরের প্রস্তাব, রাজ্যে ফিরিয়ে এনে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হোক।

কিছু তো করুন মুখ্যমন্ত্রী, অনুরোধ অধীরের

কিছু তো করুন মুখ্যমন্ত্রী, অনুরোধ অধীরের

মুখ্যমন্ত্রীর প্রতি অধীর চৌধুরীর আবেদন কিছু তো করুন এইসব পরিযায়ীদের জন্য। পরিযায়ীদের যাতে দুঃস্বপ্নের জীবন কাটাতে না হয়, তার জন্য ব্যবস্থা করুন।

বন্দে ভারত মিশন : ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাতে ৩১টি দেশে উড়ে যাবে এয়ার ইন্ডিয়াবন্দে ভারত মিশন : ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাতে ৩১টি দেশে উড়ে যাবে এয়ার ইন্ডিয়া

English summary
Adhir Chowdhury appeals to CM Mamata to do something for the Migrant labours. He talked to Rail minister for this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X