For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানিব্যাগে ভরে তো আর গরু পাচার হয়নি! তৃণমূল ও পুলিশকে নিয়ে বিস্ফোরক অধীর

বাংলায় গরু পাচার রাজ্য পুলিশ ও শাসকদলের মদত ছাড়া হতে পারে না। ফেসবুক পোস্টে এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, গরু পাচারের টাকায় তৃণমূল নেতার নির্বাচনী তহবিল এব

  • |
Google Oneindia Bengali News

বাংলায় গরু পাচার রাজ্য পুলিশ ও শাসকদলের মদত ছাড়া হতে পারে না। ফেসবুক পোস্টে এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, গরু পাচারের টাকায় তৃণমূল নেতার নির্বাচনী তহবিল এবং পুলিশের ম্যানিব্যাগ ভরেছে।

উত্তরবঙ্গে এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! আবহ দফতরের বিশেষ বুলেটিনে আর কোন সতর্কবার্তাউত্তরবঙ্গে এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! আবহ দফতরের বিশেষ বুলেটিনে আর কোন সতর্কবার্তা

শাসক ও তৃণমূলের মদতে গরু পাচার

শাসক ও তৃণমূলের মদতে গরু পাচার

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ শাসকদল ও পুলিশের মদতে রাজ্যে গরু পাচার চলেছে। গরু এসেছে ট্রাক ভর্তি হয়ে জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে। বিএসএফ লুট করেছে বর্ডারে।

মানি ব্যাগে ভরে গরু পাচার হয়নি

মানি ব্যাগে ভরে গরু পাচার হয়নি

অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, মানিব্যাগে ভরে তো আর গরু পাচার হয়নি। বরং গরু পাচারের টাকা তৃণমূল নেতার নির্বাচনী তহবিল এবং পুলিশের মানিব্যাগ ভরেছে।

যারাই ক্ষমতায় পাচারকারীদের কদর তাদের কাছে

যারাই ক্ষমতায় পাচারকারীদের কদর তাদের কাছে

অধীর চৌধুরী বলেন, এটা সবারই কাছে পরিষ্কার যারা ক্ষমতায় থাকে পাচারকারীদের কদর তাদের কাছে। তৃণমূল নেতারা কত টাকা করে মাসোহারা পেত সেটা যেমন পুলিশ জানে, তেমনই পাবলিক জানে।

কলকাতা পুলিশের ভূমিকা

কলকাতা পুলিশের ভূমিকা

অধীর বলেন, কলকাতা পুলিশ হেড কোয়ার্টার থেকে দিদির দলের ভবিষ্যৎ, তাদের জন্য টাকার পাহাড় তৈরিতে গরু পাচার বড় ভূমিকা পালন করেছে।

গরু পাচার নিয়ে সিবিআই তল্লাশি

গরু পাচার নিয়ে সিবিআই তল্লাশি

গরু পাচারে বিএসএফ এবং জামাত যোগের অভিযোগ নিয়ে বুধবার রাজ্যের ১৫ টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সল্টলেকে এক বিএসএফ কর্তা সতীশ কুমারের বাড়ি সিল করে দেয় সিবিআই। ব্যবসায়ী ইনামুল হকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সীমান্ত এলাকার একাধিক নেতাও এই গরু পাচারে যুক্ত রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

English summary
Adhir Chowdhury allegs police and ruling party for cattle smuggling in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X