For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে রাজ্যসভা, মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর

Google Oneindia Bengali News

কৃষি বিলের বিরোধিতায় গতকাল রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন-সহ বেশ কয়েকজন সাংসদ। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এই ঘটনার জেরে ডেরেক ও'ব্রায়েন-সহ আট সাংসদকে রাজ্যসভার অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন৷ সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় সাংসদদের। আর এই ঘটনার জেরেই বেজায় চটেছেন বিরোধীরা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস। প্রধানমন্ত্রীর দফরের নির্দেশমতো রাজ্যসভা পরিচালনা করছেন ডেপুটি চেয়ারম্যান। অভিযোগ কংগ্রেস শিবিরের।

১২টি বিরোধী দলের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল

১২টি বিরোধী দলের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল

গতকাল ১২টি বিরোধী দলের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে। কৃষি সংক্রান্ত দু'টি বিল পাশ করানোর ক্ষেত্রে ভোটাভুটির আবেদনকে তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ বিরোধীদের। যদিও সেই অনাস্থা প্রস্তাব 'সঠিক পদ্ধতি মেনে করা হয়নি' বলে আজ খারিজ করে দিয়েছেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

কী বললেন অধীর?

কী বললেন অধীর?

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি বলেন, 'সংসদীয় ব্যবস্থার নিয়ম অনুযায়ী, আমরা ভোটাভুটির জন্য আবেদন করতে পারি। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ মতো রাজ্যসভার অধিবেশনকক্ষ চালানো হচ্ছে। রাজ্যসভার নবনির্বাচিত ডেপুটি চেয়ারম্যানের সরকারের প্রতি কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি বিরোধী দলগুলির কণ্ঠরোধ করার চেষ্টা করছেন।'

সংসদীয় অধিকার ও গণতান্ত্রিক ব্য়বস্থা নিয়ে সরব

সংসদীয় অধিকার ও গণতান্ত্রিক ব্য়বস্থা নিয়ে সরব

তিনি আরও বলেন, 'যদি এটি সত্যি প্রমাণিত হয় যে ডেপুটি চেয়ারম্যান পক্ষপাতমূলক আচারণ করছেন, তবে আমাদের যা করার আমরা করব। এটা আমাদের সংসদীয় অধিকার ও গণতান্ত্রিক ব্য়বস্থার মধ্যেই রয়েছে। সাংসদদের যেভাবে সাসপেন্ড করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই।'

কৃষকদের দুর্দশার দিক থেকে নজর সরানো

কৃষকদের দুর্দশার দিক থেকে নজর সরানো

কৃষকদের দুর্দশার দিক থেকে নজর সরানোর জন্য, সরকার রাজ্যসভার ভিতরে এই পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, 'আমরা যেন জানি না সংসদ কীভাবে পরিচালনা করা হয়। কংগ্রেস সংসদীয় কার্যকলাপ সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল।'

রণদীপ সিং সুরযেওয়ালা যা বললেন

রণদীপ সিং সুরযেওয়ালা যা বললেন

কংগ্রেসের প্রধান মুখপাত্র ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরযেওয়ালার মুখেও একই কথা। বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি বাঁচাতে সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করছে। গণতন্ত্র এখন একতরফা স্বৈরাচারে পরিণত হয়েছে। আজ সকালে যেভাবে রাজ্যসভার আট জন সাংসদকে অধিবেশনকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে, যেভাবে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে, তার জন্য এই দেশ মোদি সরকারকে কখনও ক্ষমা করবে না।'

সাসপেন্ড হন ৮জন সাংসদ

সাসপেন্ড হন ৮জন সাংসদ

আজ সকালে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সিপিআইএম-র কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরাকে সাতদিনের জন্য রাজ্যসভার অধিবেশনকক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে। ডেরেক ও'ব্রায়েন, আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে। এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়।

<strong>মুর্শিদাবাদ-কেরলে বসেই দিল্লি-কাশ্মীরে হামলার ছক কষছিল জঙ্গিরা! তদন্ত জারি এনআইএ-র</strong>মুর্শিদাবাদ-কেরলে বসেই দিল্লি-কাশ্মীরে হামলার ছক কষছিল জঙ্গিরা! তদন্ত জারি এনআইএ-র

English summary
Adhir Chowdhury accuses PMO to direct Rajya Sabha Deputy Chairman to run course of Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X