For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার নির্বাচনে বিজেপির শরিক এনসিবি! সিবিআই-ইডি চুপ কেন? সুশান্ত মামলায় প্রশ্ন অধীরর চৌধুরীর

Google Oneindia Bengali News

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে বিজেপি রাজনীতি করছে৷ এই অভিযোগ তুলে এনসিবি-র মাদক তদন্ত নিয়ে বিজেপি-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী৷ তিনি বলেন, বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনসিবি-র তদন্ত বিজেপি-র জন্য উদ্ধারকারী হতে পারে৷

সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে এনসিবি

সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে এনসিবি

অধীররঞ্জন চৌধুরী টুইটারে লেখেন, 'রাজপুত পর্ব বিহারে বিজেপি-র পক্ষে কাঙ্ক্ষিত ফল এনে দিতে ব্যর্থ হয়েছে। তাই এখন মাদক-তদন্ত তাদের জন্য উদ্ধারকারী হিসাবে প্রমাণিত হতে পারে। এই মুহূর্তে সিবিআই এবং ইডি তদন্তের কোনও অংশেই নেই, এখন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে এনসিবি৷'

এনসিবিরর তদন্ত নিয়ে অধীরের প্রশ্ন

এনসিবিরর তদন্ত নিয়ে অধীরের প্রশ্ন

তিনি এনসিবি-র এই তদন্তের দিকে প্রশ্ন তুলে বলেন, 'আপনারা কী তদন্ত করছেন? মাদক? এখনও পর্যন্ত কত পরিমাণ নিষিদ্ধ দ্রব্য পাওয়া গিয়েছে? কোনও জঙ্গি-যোগ পাননি?' তাঁর বক্তব্য, বিহারের নির্বাচন ঘোষণা হয়েছে৷ বিজেপি-র ক্ষেত্রে এখন কিছু জরুরি এবং বৈদ্যুতিন মাধ্যমে উপস্থাপনযোগ্য উপকরণ প্রয়োজন৷ এই তদন্তের মাধ্যে কোনও নারকোটিক্সের আবিষ্কার বা উদ্ধার করা যাবে না, তবে এটির পিছনের মূল উদ্দেশ্য রাজনীতি৷

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা

শুক্রবারই বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তিন পর্বে অনুষ্ঠিত হবে ভোট। ২৮ অক্টোবর এবং নভেম্বরের ৩ ও ৫ তারিখে৷ গণনা ১০ নভেম্বর। এটা আর কারোর বুঝতে বাকি নেই যে বিহারের ২৪৩টি আসনের নির্বাচনের ক্ষেত্রে বড় অ্যাজেন্ডা হতে চলেছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মামলা।

সুশান্ত অ্যাজেন্ডা আকড়ে বিজেপি

সুশান্ত অ্যাজেন্ডা আকড়ে বিজেপি

ইতিমধ্যেই বিহার নির্বাচনের ময়দান গরম করে সুশান্ত সিং রাজপুতের ছবি সহ ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। তাতে লেখা - 'আমরা ভুলিনি, আর ভুলতেও দেব না।' পাশেই পদ্মফুলের ছবি। বিহার বিজেপির সেই 'জাস্টিস ফর সুশান্ত' অ্যাজেন্ডা কাজে লাগাতে মহারাষ্ট্র থেকে দেবেন্দ্র ফড়নবিশকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে বিহারে।

<strong>বাংলায় প্রভাব বাড়ছে এআইএমআইএম-এর, ২১-এর আগে বিহার ভোটে সেমিফাইনাল খেলবেন ওয়েইসি</strong>বাংলায় প্রভাব বাড়ছে এআইএমআইএম-এর, ২১-এর আগে বিহার ভোটে সেমিফাইনাল খেলবেন ওয়েইসি

English summary
Adhir Chowdhury accuses BJP of using NCB for Bihar elections, asks why CBI, ED silent in Sushant Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X