মোদীর পর্দা ফাঁস করলেন অধীর! বাংলার তিনমুখী লড়াইয়ে উঠে আসছে নয়া 'ইস্যু'
মোদী সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সিঙ্ঘু সীমানায় কৃষকদের আন্দোলন চলছে। সরাসরি না বললেও ওই বিক্ষোভের প্রসঙ্গ এদিন এসেছে মোদীর ভাষণে। তাঁর মতে, পাঞ্জাবের কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের ভয় দেখানো হচ্ছে। মিথ্যা কথা বলা হচ্ছে। কৃষকরা বিরোধীদের কথায় ভুল বুঝছে বলেও মোদীর অভিযোগ। এই অবস্থাতেই এবার মোদীকে ভীতু বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী।

কেন ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
এদিন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন। বাকি আরও অনেক রাজ্যের কৃষকদের সঙ্গে দেখা করেন তিনি। তবে তাঁর বাসভবন থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখা করতে কেন ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?'

প্রধানমন্ত্রীর টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছাচ্ছে না
এদিন তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর সাহস নেই। প্রধানমন্ত্রী সাহস করে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে পারছেন না তাই। কেন্দ্রীয় সরকার বারংবার ১৮ হাজার কোটি টাকার কথা শোনাচ্ছে। তাদের দাবি, এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। তবে আমি জানাতে চাই, এখনও দালালরা রয়েছে। এবং গোটা দেশে এই টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছাচ্ছে না।'

সাধারণ মানুষের স্বার্থে বাম-কংগ্রেস জোট
উল্লেখ্য, বৃহস্পতিবারই বাংলায় বাম-কংগ্রেস জোট গঠনে সিলমোহর দেয় কংগ্রেস হাইকমান্ড। এর ফলে জোটের প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বাম-কংগ্রেস, উভয় দলেরই দাবি, তৃণমূল এবং বিজেপি সাধারণ মানুষের কথা বলছে না। বরং তারা সাম্প্রদায়িক রাজনীতি করছে। সেখানে মানুষের কাছে একমাত্র ধর্মনিরপেক্ষ বিকল্প তারাই।

মোদীর গলায় মমতার বিরুদ্ধে বিষোদগার
এদিকে মোদীর গলায় এদিন মমতার বিরুদ্ধে বিষোদগার শোনা গেল। মোদীর অভিযোগ, বাংলার কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কৃষক বিরোধী। রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। পাশাপাশি বাংলার কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে কেন কোনও আন্দোলন হল না, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বাংলার কৃষকদের টাকা পাইয়ে দিতে সমস্যা হচ্ছে। অথচ পাঞ্জাবে যাওয়ার সময় রয়েছে।

বাংলার চাষিরা সুবিধা নিতে পারছেন না
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্প লাগু হয়নি। বিজেপির দাবি, এই রাজ্য থেকে কৃষকদের তালিকা না যাওয়ায় বাংলার চাষিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন না।'
