For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-কংগ্রেস আরও কাছাকাছি, সুভাষ-স্মরণে এবার বাম-মঞ্চে হাজির থাকবেন অধীর

আরও কাছাকাছি আসছে কংগ্রেস ও সিপিএম। ডাকসাইটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণ-অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

Google Oneindia Bengali News

আরও কাছাকাছি আসছে কংগ্রেস ও সিপিএম। ডাকসাইটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণ-অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এবং এই আমন্ত্রণ পাওয়ার পর তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে পা বাড়িয়ে রয়েছেন। তিনি নিজে হাজির হয়ে এই অনুষ্ঠান থেকে বার্তা দিতে চাইছেন।

সিপিএম-কংগ্রেস আরও কাছাকাছি, সুভাষ-স্মরণে এবার বাম-মঞ্চে হাজির থাকবেন অধীর

সুভাষ চক্রবর্তীর প্রয়াণের পর প্রতি বছর ৩ অগাস্ট মৃত্যু-বার্ষিকীতে অনুষ্ঠান করে আসছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন। এতদিন সিপিএম নেতা কিংবা তাদের ঘনিষ্ঠরাই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এবারই প্রথম কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমন্ত্রিত। বারাকপুরের সুকান্ত সদনে এবার অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম, বিকাশরঞ্জন ভট্টাচার্য, বাদশা মৈত্র প্রমুখ।

ইতিমধ্যেই সিপিএম ও কংগ্রেস যৌথ আন্দোলন শুরু করছে। ভাটপাড়া ইস্যুতে বারাকপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একসঙ্গে মিছিলে হেঁটেছেন। সেই বারাকপুরেই ফের সিপিএমের মঞ্চে উপস্থিত হচ্ছেন অধীর চৌধুরী।

এবার লোকসভার আগেও সিপিএমকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু লোকসভার আগে উভয় এক মঞ্চে আসতে রাজি ছিলেন না। লোকসভায় বিপর্যয় তাদের আবার একসঙ্গে পথ চলার রাস্তা পরিষ্কার করে দিয়েছে।

English summary
Adhir Chowdhuri is invited in Subhas Chakraborty’s death anniversary. CPM and Congress is closed after Lok Sabha Election’s defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X