For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদে পড়ে প্রশান্ত-শরণে মমতা, কটাক্ষ ভরা মন্তব্যে অধীর ছাড়লেন মোক্ষম বাণ

তৃণমূল যে ঘোর বিপদে, তার প্রমাণ দিলেন খোদ তৃণমূল নেত্রীই। ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়োগের পরিকল্পনা করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন- তিনি কতটা চাপে।

Google Oneindia Bengali News

তৃণমূল যে ঘোর বিপদে, তার প্রমাণ দিলেন খোদ তৃণমূল নেত্রীই। ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়োগের পরিকল্পনা করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন- তিনি কতটা চাপে। তাঁর এই সিদ্ধন্তকে কটাক্ষ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ভোটে সাফল্যের মুখ দেখতেই দিদি ভরসা করছেন প্রশান্তকে।

ফেসবুক পোস্টে অধীর

অধীর চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন- 'বিপদে পড়লে হিন্দুরা বলেন ভগবান ভরসা, মুসলিমরা বলেন আল্লাই ভরসা, খ্রিস্টানরা বলেন যীশু ভরসা। আর কংগ্রেস যখন বলে জনসাধারণই ভরসা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রশান্তই ভরসা।

গেরুয়া ঝড় ঠেকাতে

গেরুয়া ঝড় ঠেকাতে

৪২-এ ৪২-এর স্বপ্ন দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লোকসভায় মাত্র ২২টি আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ১৮টি আসন। রাজ্যে বিজেপির উত্থান হয়েছে। ২ থেকে বেড়ে ১৮-য় গেরুয়া ঝড় উঠেছে রাজ্যে। এবার সেই ঝড় সামলাতে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদির মনে শান্তি নেই

দিদির মনে শান্তি নেই

গেরুয়া ঝড়ে তৃণমূলের আসন সংখ্যা কমে যাওয়ায় ভোট কুশলী প্রশান্ত কিশোরকে তৃণমূলের দায়িত্ব দেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি অধীর চৌধুরী। তিনি লেখেন- ৪২টি আসন দখল করতে না পেরে দিদির মন শান্ত করতে বাংলায় আসছেন প্রশান্ত।

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক

বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোরের কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফল নিয়েই তাঁর সঙ্গে আলোচনা করেন। রাজ্যে আসন ধরে রাখা নিয়ে তাঁর মতামত ব্যাখ্যা করেন প্রশান্ত কিশোর।

প্রশান্তের সাফল্য

প্রশান্তের সাফল্য

উল্লেখ্য, এই প্রশান্ত ২০১৪ সালে মোদির নির্বাচনী প্রচারে নজর কাড়েন। তারপর কংগ্রেসে ফিরে তিনি ফের যোগ দেন জেডিইউতে। তাঁকে সহ-সভাপতিও করা হয় জেডিইউ-তে। এবার ওয়াইএসআর কংগ্রেসের হয়েও কাজ করেও সাফল্য এনে দেন তিনি। ২০১৯-এ ঝটকা সামলে এখন তিনি ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফল্যে এনে দিতে পারেন কি না, তা-ই দেখার।

English summary
Congress MP Adhir Chowdhuri criticizes Mamata Banerjee on Prashant Kishor’s appointment for vote strategy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X