For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার শিল্প সম্মেলন হবে না ২০২০-তেও! কেন্দ্রের নথি দেখিয়ে জবাব চাইলেন অধীর

পঞ্চম শিল্প সম্মেলন করার সাহস দেখাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যা পরিস্থিতি ২০২০ সালেও তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করতে পারবেন না।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম শিল্প সম্মেলন করার সাহস দেখাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যা পরিস্থিতি ২০২০ সালেও তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করতে পারবেন না। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী মোক্ষম খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অধীর বলেন, খোঁজ নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী এবার শিল্প সম্মেলন করবেন না।

মমতার শিল্প সম্মেলন হবে না ২০২০-তেও! কেন্দ্রের নথি দেখিয়ে জবাব চাইলেন অধীর

অধীর বলেন, বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আর শিল্প সম্মেলন করার সাহসই নেই মমতার। ২০১৯-এর ১৬ ও ১৭ জানুয়ারি দুদিন গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট হয়েছিল বাংলায়। সেই সম্মেলেন লক্ষ্মী মিত্তাল থেকে শুরু করে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত হয়েছিলেন।

তারপর বহুবারই মমতার সম্মেলনে উপস্থিত হয়েছিলেন অরুণ জেটলি, নীতীন গড়কড়ি, পীযুষ গোয়েলদের মতো প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীরাও। কিন্তু নিট ফল হয়েছে শূন্য। সবাই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, কিন্তু বাংলা পেয়েছে কী!

[চিতার চামড়া ফিরিয়ে নজির গড়লেন জলপাইগুড়ির ব্যবসায়ী][চিতার চামড়া ফিরিয়ে নজির গড়লেন জলপাইগুড়ির ব্যবসায়ী]

তিনি বলেন, গত বেঙ্গল সামিটে ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকা লগ্নি প্রস্তাব এসেছে বলে মঞ্চে ঘোষণা করেছিলেন মমতা। মমতা বলেছিলেন তার ৫০ শতাংশ বিনিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর রাজ্যের জন্য কেন্দ্রের হিসেব অনুযায়ী লগ্নি প্রস্তাবে বরাদ্দ ২৬ হাজার ৬৩০ কোটি। বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে ৬,৯৫২ কোটি টাকা। অর্থাৎ মাত্র ২৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। অধীর দাবি করেন, আগে এই প্রশ্নের উত্তর দিন মমতা।

[গভীর রাতে অভিযান চালাল এসএসবি-র ব্যা টালিয়ান, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই ][গভীর রাতে অভিযান চালাল এসএসবি-র ব্যা টালিয়ান, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই ]

English summary
Adhir Chowdhuri criticizes Mamata Banerjee on Bengal global business summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X