মমতার পাশাপাশি অভিষেক স্তূতি দিয়ে শুরু কৌশানী-পিয়ার তৃণমূলে যোগদান! কী বললেন অভিনেত্রীরা
কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। তারপর এবার ২৪ জানুয়ারি ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও পিয়া সেনগুপ্ত।


হবু পুত্রবধূর সঙ্গে তৃণমূলেতে যোগ পিয়ার
প্রসঙ্গত, সুখেন দাসের কন্যা পিয়া সেনগুপ্ত বর্তমানে ইম্পার কর্তা। আর আজ তিনি হবু পুত্রবধূ কৌশানীকে সঙ্গে নিয়েই যোগ দিলেন তৃণমূল। এদিন কুণাল ঘোষ ও ব্রাত্য বসুর উপস্থিতিতে এই যোগদানের পর পিয়া বলেন,
তাঁর বাবা সুখেন দাসের স্নেহধন্যা ছিলেন মমতা।সেই মমতা শিবিরে যোগ দিতে পেরে তিনি খুশি।

অভিষেক স্তূতি
এদিন পিয়া সেনগুপ্ত সাফ বলেন, ভালো কাজ করলেই সমালোচনা হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন বলেই তিনি সমালোচনার মুখে পড়ছেন। পাশাপাশি অভিনেত্রী কৌশানীও কার্যত অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়ার সুরেই বলেন, তাঁর এই যোগদানের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।

'দিদি আমি তোমায় ছাড়তে পারব না'কৌশানীর বার্তা
এদিকে, কৌশানীর বার্তা, তাঁকে দেখে যেন আরও অনেকে তৃণমূলে যোগ দিতে এগিয়ে আসেন। তিনি বলেন, মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা ভাবেন। তাঁর বিশ্বাস তাঁকে আবার মসনদে ফেরাবেন মানুষ। তাঁর প্রখম ফিল্মের নামকরণ প্রসঙ্গ তুলে কৌশানী বলেন, 'দিদি আমি তোমায় ছাড়তে পারব না'।

যোগদান ও জল্পনা
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লোকসভা ভোটে নুসরত ও মিমির মতো তারকাকে ভোট ময়দানে নামিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন। এরপর কৌশানী, সৌরভদের তৃণমূলে যোগদান সেই প্রেক্ষাপট থেকে কোনও বার্তা দিচ্ছে কি না , তা আপাতত জল্পনায়। এদিনের যোগদানের পরই চড়তে থাকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা।
মোদীর উপস্থিতিতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অনুপস্থিত টলিউডের দুই তারকা! জল্পনা তুঙ্গে