বিজেপিতে যোগ রুদ্রনীলের! কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে 'বেসুরো' অভিনেতার বৈঠক ঘিরে জল্পনা
অভিনেতা রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা আরও বাড়ল। কারণ গতকাল তাঁর সঙ্গে দেখা করেন শঙ্কুদেব পণ্ডা। গতকাল গভীর রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে রুদ্রনীল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডার মধ্যে বৈঠক হয়। দীর্ঘক্ষণ কথা হয় দু'জনের মধ্যে। গতকাল রুদ্রনীলের জন্মদিনও ছিল। শঙ্কুদেব পণ্ডা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

কৈলাশের সঙ্গে বৈঠক করবেন রুদ্রনীল
জানি গিয়েছে এই বৈঠকে রুদ্রনীলকে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসানোর জন্যে রাজি করান শঙ্কুদেব। এই বিষয়ে পরবর্তীতে অবশ্য শঙ্কুদেব বলেন, 'এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ। রুদ্রনীলের জন্মদিন ছিল। তাই আমি তাঁকে শুভেচ্ছা জানাই। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। উনি একজন অভিনেতা। তাই তাঁর সঙ্গে দেখা করা।'

বিজেপিতে যোগ দিচ্ছেন রুদ্রনীল?
জন্মদিন উপলক্ষ্যে রুদ্রনীলের জন্য ফুল নিয়ে যান শঙ্কুদেব পণ্ডা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। অনেকেই বলছেন, তৃণমূলে অনেকদিন ধরেই একঘরে রুদ্রনীল। কয়েকটি বিষয়ে প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতাও করতে দেখা গিয়েছে তাঁকে। তাই এবার কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন?

জন্মদিনটা একটু অন্য রকমভাবে কাটান রুদ্রনীল
এবার জন্মদিনটা একটু অন্য রকমভাবে কাটান রুদ্রনীল ঘোষ। বন্ধুদের সঙ্গে নয়, দুঃস্থ বাচ্চাদের সঙ্গেই দিনটি পালন করলেন তিনি। তাদের সঙ্গে কেক কেটে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। আর সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তার ক্যাপশনে লেখেন, 'আজ আমার জন্মদিন। এবার সেটা একটু অন্য বন্ধুদের সাথে কাটালাম। যাঁরা আজ শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ভালবাসা।'
শুভেন্দুর 'অধিকারে' পিছিয়ে পড়লেন মমতা! ঘাসফুল ছেঁটে নন্দীগ্রামে পদ্ম বীজ রোপণ