For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড লড়াইয়ে সামিল দেব, নিজের রেস্তোরাঁ থেকে কোভিড রোগীদের বিনামূল্যে খাবার দিচ্ছেন অভিনেতা

কোভিড লড়াইয়ে সামিল দেব

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে ‌মহারাষ্ট্র তথা গোটা দেশের জন্য বলিউডের অভিনেতা সোনু সুদ দারুণ কাজ করছেন। তবে কোনও অংশে কম নন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ তথা টলিউড তারকা দেব। করোনা পরিস্থিতিতে আক্রান্তদের জন্য বিনামূল্যে নিজের রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ করছেন এই তারকা সাংসদ। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেব ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় সচেতন করে চলেছেন মানুষকে। নির্বাচনের প্রচারে গিয়েও তিনি প্রথমে সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করেছেন। সোনু সুদের মতো দেবও গত বছর বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি পিরতে সহায়তা করেছেন।

কোভিড লড়াইয়ে সামিল দেব, নিজের রেস্তোরাঁ থেকে কোভিড রোগীদের বিনামূল্যে খাবার দিচ্ছেন অভিনেতা


সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেতা দেব। একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, '‌আমাদের টিম টলি টেলস (দেবের রেস্তরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট মিলে আজ থেকে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছি। আজ আমরা ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন।’ দেব আরও জানিয়েছেন যে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কোভিড রোগীদের জন্য এই খাবার টলি টেলসের খাবার বিতরণের কেন্দ্র থেকে নেওয়া যাবে। এই সীমিত সময়ের মধ্যে গেলেই দুপুরের খাবার বিনামূল্যে দেওয়া হবে। প্রথমে দেব ৫০টি করে দুপুরের খাবার দেবে এবং চাহিদা অনুযায়ী এই সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। সোমবার থেকেই এই উদ্যোগ শুরু করে দিয়েছেন তারকা সাংসদ।

টিকা বানানোর ফর্মুলা সর্বজনীন করুক কেন্দ্র, আকাল মেটাতে পরামর্শ কেজরির টিকা বানানোর ফর্মুলা সর্বজনীন করুক কেন্দ্র, আকাল মেটাতে পরামর্শ কেজরির

দেবের পাশাপাশি করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন পরমব্রত, ঋদ্ধি, ঋতব্রতরা। সিটিজেন্স রেসপন্স নামে একটি সংগঠন তৈরি করে করোনায় হাল্কা উপসর্গকারীদের চিকিৎসার বন্দোবস্ত করেছেন তাঁরা। পাটুলির একটি বাড়িতে এই আয়োজন করা হয়েছে। যেখানে চিকিৎসক থেকে খাবার সবই দেওয়া হবে। ‌

English summary
actor mp dev provide free food for corona patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X