For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার উন্নয়নে সময় নির্দিষ্ট করলেন মিঠুন, ভারতী ঘোষের সভায় নতুন বিজেপির নতুন স্লোগান দিলেন 'মহাগুরু'

সকাল থেকে ব্যস্ততা ছিল রোড শো-এর। দিনের শেষে ডেবরায় বিজেপি (bjp) প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। সেখানে দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নেন। মহাগুরু অভিযোগ করেন, পরিবর্তনের স্লোগ

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকে ব্যস্ততা ছিল রোড শো-এর। দিনের শেষে ডেবরায় বিজেপি (bjp) প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। সেখানে দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নেন। মহাগুরু অভিযোগ করেন, পরিবর্তনের স্লোগান দেওয়া হলেও তা হয়নি গত ১০ বছরে। এদিনের সভা থেকে মিঠুন চক্রবর্তী বিজেপির তরফে নতুন স্লোগানও দেন।

বাংলায় পরিবর্তন হয়নি

বাংলায় পরিবর্তন হয়নি

এদিন ডেবরায় সভার শুরুতেই মিঠুন চক্রবর্তী বলেন, বাংলায় পরিবর্তন হয়নি। কিন্তু সেই পরিবর্তনের স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এনিয়ে মিঠুন বলেন, তৃণমূল ক্ষমতায় আসার আগে তিনি শুনতেন, বিরোধীদের ভোট দিলে, জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। ওপরেও পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হত। কিন্তু এখনও সেই পরিস্থিতি চলছে। তৃণমূলের তরফে বিজেপি সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, বিজেপিকে ভোট দিলে জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। এদিন এলাকায় সাধারণ মানুষকে তৃণমূলের তরফে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ছয় মাসের মধ্যে বাংলায় পরিবর্তন

ছয় মাসের মধ্যে বাংলায় পরিবর্তন

এদিন মিঠুন চক্রবর্তী দাবি করেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে পরিবর্তন মানুষ বুঝতে পাসরবেন। সোনার বাংলা তৈরি হবে। এই এই কথা বলছেন, কেননা তাঁর পিছনে দিল্লির হাত রয়েছে। প্রতিশ্রুতি দিতে গিয়ে তিনি বলেছেন, তাঁর পিছনে দিল্লির হাত রয়েছে। হাসপাতালের বেড শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। যার জন্য বাড়তি কোনও পয়সা সাধারণ মানুষকে দিতে হবে না। বিদ্যুতের দাম ১০০ শতাংশ কমানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাংলায় শিল্পস্থাপন করতে আসা শিল্পপতিদের কর ট্যাক্স হলিডে দেওয়া হবে। এখানে শিল্প করতে আসলেই তোলাবাজির খপ্পরে পড়তে হয় বলে অভিযোগ করে মিঠুন বলেছেন, সেই পরিস্থিতি থাকবে না। পাশাপাশি শিল্পস্থাপন করতে আসা শিল্পপতিদের বলে দেওয়া হবে বাংলার বেকার যুবকদের চাকরি দিতে হবে। পাশাপাশি তিনি বিজেপির ইস্তেহারে থাকা সরকারি পরিবহণে মহিলাদের কোনও পয়সা না দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।
মিঠুন চক্রবর্তী আরও বলেছেন, আবেদন করার ৯০ দিনের মধ্যে সবকিছুর লাইসেন্স দেওয়া হবে।

 ভালোবাসার ভোট দিতে হবে

ভালোবাসার ভোট দিতে হবে

জনসভায় যাওয়া সব মানুষ এদিন মিঠুন চক্রবর্তীর কাছে ডায়লগ শুনতে চান। তিনি বলেছেন, এই ভালোবাসা ভোটের বাক্সে দেখাতে হবে। এদিন ফের তাঁর মুখে বহিরাগত বিতর্কের কথা উঠে এসেছে। সেব্যাপারে বলতে গিয়ে মহাগুরু বলেছেন, বাংলায় বসবাসকারী সবাই বাঙালি। এব্যাপারে ২৫ মার্চ তিনি বলেছিলেন, যেভাবে বহিরাগতের কথা বলা হচ্ছে তাতে মাদার টেরিজা থেকে সিস্টার নিবেদিতা, সবাইকেই বহিরাগত বলা হবে।

নতুন স্লোগান

নতুন স্লোগান

এদিন সবাই মিঠুন চক্রবর্তীর মুখে জায়লগ শুনতে চাইলে, তিনি বলেন, খাবো না, খেতেও দেবো না। প্রসঙ্গত ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। যা নিয়ে পরবর্তী সময়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন।

ঢপবাজ, গুলবাজ! অমিত শাহকে আক্রমণ করতে ডেরেক হাতিয়ার করলেন সূর্যকান্তের দাবিকেঢপবাজ, গুলবাজ! অমিত শাহকে আক্রমণ করতে ডেরেক হাতিয়ার করলেন সূর্যকান্তের দাবিকে

English summary
Actor Mithun Chakraborty gives new slogan for BJP from his Debra meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X