For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা সক্রিয়ের সংখ্যা কমে ৫ হাজারের নিচে, সুস্থতার হার বেড়ে ৬২ শতাংশ

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা পাঁচ হাজারের নিচে নেমে গেল। ক্রমশই বাড়ছে সুস্থতার হার। বাংলায় করোনার প্রকোপ খানিক হলেও নিম্নমুখী হয়েছে দিন কয়েক ধরে।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা পাঁচ হাজারের নিচে নেমে গেল। ক্রমশই বাড়ছে সুস্থতার হার। বাংলায় করোনার প্রকোপ খানিক হলেও নিম্নমুখী হয়েছে দিন কয়েক ধরে। যদিও আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই চারশোর বেশি ছিল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল চারশোর নিচে। তবে করোনায় সুস্থতার হারেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্য।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৩৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ হাজার ৩৫৮। এদিন ৩৭০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮০। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪৭২৮ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৫৩১ জন। মোট করোনা মুক্ত হলেন ৯২১৮ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৬২.৫৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭ জনের। ৪৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৪৬৭০। এদিন টেস্টিং হয়েছে ৯৪২৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিকে করোনা সক্রিয়ের হার ৩.৫০ শতাংশ

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৪৮১৫। এদিন ৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ২১৯৪। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২১০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। তারপরের স্থানে রয়েছে হুগলি ৮০৫ জন। দক্ষিণ ২৪ পরগনা ২৮ জন বেড়ে হয়েছে ৭১১।

English summary
Active case of coronavirus in West Bengal decrease to down of five thousands.Now 4970 are affected and discharged persons are 9218.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X