For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের আসন বাড়ছে, উত্থান বিজেপিরও! সি-ভোটারের সমীক্ষায় অদ্ভুত সমাপতন

দোরগোড়ায় ২০১৯ লোকসভা ভোট। প্রথম দফার ভোট শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। তার আগে সি ভোটারের সমীক্ষা তৃণমূল ও বিজেপিকে এগিয়ে রাখল।

Google Oneindia Bengali News

দোরগোড়ায় ২০১৯ লোকসভা ভোট। প্রথম দফার ভোট শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। তার আগে সি ভোটারের সমীক্ষা তৃণমূল ও বিজেপিকে এগিয়ে রাখল। বাংলায় দুই মূল প্রতিদ্বন্দ্বী এবার কেউ হারছে না। উভয়েই জিতছে। এমনই আভাস মিলেছে সমীক্ষায়। তৃণমূল ও বিজেপি- উভয়ের টার্গেট পূরণ না হলেও উভয়েই বাড়ছে এবার। উল্টোদিকে বাম-কংগ্রেস প্রায় মুছে যাচ্ছে বাংলা থেকে।

বাড়ছে তৃণমূল, উত্থান বিজেপির

বাড়ছে তৃণমূল, উত্থান বিজেপির

রবিবার কলকাতার বেসরকারি নিউজ চ্যানেলে প্রকাশিত হল সি ভোটারের সমীক্ষা। সেই জনমত সমীক্ষা জানিয়ে দিল বাংলায় ৪২টির মধ্যে ৩৫টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ৬টি আসন। আর কংগ্রেস জেতার সম্ভাবনা একটি কেন্দ্রে। বামফ্রন্টের প্রাপ্তি শূন্য।

তৃণমূলের বৃদ্ধির আভাস সি ভোটারের

তৃণমূলের বৃদ্ধির আভাস সি ভোটারের

সি ভোটারের এই সমীক্ষা রিপোর্ট দেখাচ্ছে বাংলায় তৃণমূল আসন বাড়াতে সক্ষম হচ্ছে। তারা গতবার ৩৪টি আসন পেয়েছিল। এবার আরও একটি আসন বাড়াতে পারে তারা। তৃণমূল এবার রাজ্যের ৪২টি আসনেই জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে ময়দানে। সি ভোটার দেখাচ্ছে, তাঁদের টার্গেট পূরণ হবে না। তবে বাড়বে তৃণমূল। এমনকী ভোট শতাংশও তারা বাড়িয়ে নিতে সমর্থ হচ্ছে।

সি ভোটারের মতে উত্থান হবে বিজেপিও

সি ভোটারের মতে উত্থান হবে বিজেপিও

তৃণমূল যেমন তাদের আসন ও ভোট শতাংশ বাড়িয়ে নিতে সমর্থ হবে এবার। একইভাবে বিজেপির এবার উত্থান হবে। বিজেপির প্রাপ্তি এবার দুটি থেকে বেড়ে পাঁচটি হতে পারে। অর্থার বিজেপি বাংলায় পাঁচটি আসনে জয়ী হতে পারে। আর ভোট শতাংশ বাড়াতে পারে ১৯ শতাংশ। গতবার বিজেপি পেয়েছিল ১৭ শতাংশ, এবার তারা পেতে পারে ৩৬ শতাংশ ভোট।

[আরও পড়ুন: বাংলা থাকছে তৃণমূলের দখলে! বিজেপি কটি আসন পাবে, একনজরে সি-ভোটারের সমীক্ষা][আরও পড়ুন: বাংলা থাকছে তৃণমূলের দখলে! বিজেপি কটি আসন পাবে, একনজরে সি-ভোটারের সমীক্ষা]

বাম-বিজেপির অবস্থা শোচনীয়

বাম-বিজেপির অবস্থা শোচনীয়

সি ভোটারের সমীক্ষা এবার বামফ্রন্ট ও কংগ্রেসের জন্য খারাপ খবর নিয়ে এসেছে। কংগ্রেস চারটের মধ্যে মাত্র একটি আসন ধরে রাখতে পারে। বামেরা আবার দুটি আসনই হারাবে। ১৪ শতাংশ ভোট পেয়েও একটি আসন দখলে রাখতে পারবে না তারা। কংগ্রেস অবশ্য মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে একটি আসন দখলে রাখতে সমর্থ হবে।

[আরও পড়ুন: ডেথ সার্টফিকেট লেখা আছে, কেশপুরের মাটিতে তৃণমূলের শেষপুর করার হুমকি দিলীপের][আরও পড়ুন: ডেথ সার্টফিকেট লেখা আছে, কেশপুরের মাটিতে তৃণমূলের শেষপুর করার হুমকি দিলীপের]

English summary
According to C-Voter survey TMC increases and BJP rises in West Bengal in Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X