For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে ভোট শতাংশে কোপ তৃণমূল ও বিজেপির! জনমত সমীক্ষায় এ কীসের আভাস

একুশে ভোট শতাংশে কোপ তৃণমূল ও বিজেপির! জনমত সমীক্ষায় এ কীসের আভাস

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল করা দিকে যাবে। তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি- কোন দল জিতবে নির্বাচনে। তার খানিক আভাস দিল সি ভোটারের জনমত সমীক্ষা। সেই সমীক্ষায় আবার দেখা যাচ্ছে দুই দলেরই ভোট কমতে চলেছে। তাহলে শেষ হাসি হাসবে কে? ২০২১-এর নির্বাচনের ফল কীসের ইঙ্গিত দিচ্ছে এবার!

তৃণমূলের ভোট শতাংশ

তৃণমূলের ভোট শতাংশ

সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক করতে সমর্থ হলেও তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা অনেক কমবে। সেইসঙ্গে কমবে ভোট শতাংশও। ২০২১-এ তৃণমূল ১৫৪ থেকে ১৬২টি আসন পেতে পারে। আর ভোট শতাংশ কমে দাঁড়াতে পারে ৪৩ শতাংশ।

বিজেপির ভোট শতাংশ

বিজেপির ভোট শতাংশ

সি ভোটারের সমীক্ষায় বিজেপির উত্থানের আভাস থাকলেও তৃণমূলকে হারাতে সম্ভবপর হবে না তারা। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। কারণ সেই ভোট শতাংশ। ভোট শতাংশ ২০১৬-র নিরিখে অনেকগুণ বাড়ালেও ২০১৯-এর ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারবে না তারা। সমীক্ষা অনুযায়ী, ৯৮ থেকে ১০৬টি আসন পেতে পারে তারা। আর ভোট শতাংশ হবে ৩৮ শতাংশ।

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস জোট এবার বিরোধী দলের তকমাও হারাবে। বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান অর্জন করবে তারা। অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে তারা ২৬ থেকে ৩৪টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। তেমনই আভাস মিলেছে তাঁদের ভোট শতাংশ হতে পারে ১২ শতাংশ। যা ২০১৬-র বিধানসভার তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় প্রায় সমান-সমান।

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে বিজেপির বন্ধুশক্তি, তৃণমূলের মিত্ররাও। আবার আসাদউদ্দিন ওয়েইসির মিমের সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করেছেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন। প্রায় ৭ শতাংশ ভোট পেতে পারে তারা। অর্থাৎ তৃণমূল ও বিজেপির ভোট যেতে পারে অন্যান্যদের খাতে।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেস। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

আর ২০১৯-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.৬৯ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট। বাম-কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল ১২ শতাংশ ভোট। সেই নিরিখে সি ভোটারের সমীক্ষায় আভাস বাম-কংগ্রেস বাদে বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশ কমছে। বিজেপির কমছে প্রায় ২.৬৪ শতাংশ। আর তৃণমূলের ০.৬৯ শতাংশ

বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে পুদুচেরি! সি ভোটারের জনমত সমীক্ষায় পাল্লা ভারী কার বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে পুদুচেরি! সি ভোটারের জনমত সমীক্ষায় পাল্লা ভারী কার

English summary
According to C voter opinion poll BJP and TMC’s vote share are cut down in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X