For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খারাপ এসি, দমবন্ধ করা গরমে মাঝ পথে গান বন্ধ করেছিলেন কে কে, প্রশ্নের মুখে নজরুল মঞ্চের ব্যবস্থাপনা

খারাপ এসি, দমবন্ধ করা গরমে মাঝ পথে গান বন্ধ করেছিলেন কে কে, প্রশ্নের মুখে নজরুল মঞ্চের ব্যবস্থাপনা

Google Oneindia Bengali News

কাজ করছিল না নজরুল মঞ্চের এসি। অতিরিক্ত ভিড়ে খুলে দিতে হয়েছিল অডিটোরিয়ামের দরজা। প্রচণ্ড গরমে মাঝে কনসার্ট থামিয়ে দিয়েছিলেন কেকে। গতকাল থেকেই নজরুন মঞ্চের অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রশ্নের মুখে নজরুল মঞ্চ

প্রশ্নের মুখে নজরুল মঞ্চ

বলিউডের সঙ্গীত শিল্পী কে কে-র হঠাৎ মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলছিল। সেখানেই প্রচণ্ড ভিড়ে গরমে অস্বস্তি হচ্ছিল শিল্পীর। এসি ঠিক মত কাজ না করায় খুলে দেয়া হয়েছিল অডিটোরিয়ামের পাঁচটি দরজা। তার পরেই প্রচণ্ড গরমে বারবার ঘাম মুছছিলেন শিল্পী। স্পট লাইট বন্ধ করে দিতে বলেছিলেন তিনি। মাঝ পথে বিশ্রাম নিয়েছিলেন কে কে। এতটাই গরম ছিল অডিটোরিয়ামের ভেতর। গতকাল থেকেই নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলা

অস্বাভাবিক মৃত্যুর মামলা

ইতিমধ্যেই বলিউড সঙ্গীত শিল্পীর কে কে-র মারা যাওয়ার ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিউ মার্কেট থানায় দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। সূত্রের খবর কনসার্ট চলাকালীনই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপরেই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বমি করেছিলেন কে কে। তারপরেই সজ্ঞা হারান তিনি। সূত্রের খবর কে কে শরীরে কালশিটে দাগ পাওয়া গিয়েছে। আজই এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হবে সঙ্গীত শিল্পীর। ইতিমধ্যেই তাঁর স্ত্রী এবং ছেলে-মেয়ে এসে গিয়েছেন শহরে। সিএমআরআই হাসপাতালে রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ফরেন্সিক টিম গিয়েছে হোটেলে সেখান থেকে তাঁরা নমুনা সংগ্রহ করবেন।

গান স্যালুটে শেষ বিদায়

গান স্যালুটে শেষ বিদায়

গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে সঙ্গীত শিল্পী কে কে-কে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই শিল্পীর দেহ নিয়ে হাসপাতালে গিয়েছে পরিবার। স্ত্রী-পুত্র এবং কন্যা রয়েছেন কে কে-র। শিল্পীর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শোকস্তব্ধ সব মহল। কী কারণে হঠাৎ করে এই ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কে কে-র অনুষ্ঠানে ভিড়

কে কে-র অনুষ্ঠানে ভিড়

নজরুল মঞ্চে কে কে-র অনুষ্ঠানে ৬-৭ হাজার দর্শক হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য গান করার সময় দর দর করে ঘামছিলেন কেকে। শিল্পী নিজে অভিযোগ করেছিলেন যে এসি কাজ করছে না। বারবার গিয়ে ঘাম মুছছিলেন তিনি। তারপরে মাঝে ব্যাক স্টেজে গিয়ে বিশ্রাম নিেয়ছিলেন তিনি। তখন থেকেই অসুস্থ বোধ করছিলেন শিল্পী। তারপরেই তিনি হোটেলে ফিরে যান। রাতেই হাসপাতালে ছুটে গিেয়ছিলেন বাবুল সুপ্রিয়।

চিরদিনের জন্য না ফেরার দেশে কেকে, কেমন ছিল শিল্পীর জীবনের শেষ পল? চিরদিনের জন্য না ফেরার দেশে কেকে, কেমন ছিল শিল্পীর জীবনের শেষ পল?

English summary
Bollywood Singer K K died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X