For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের 'উল্টোসুর' এবিভিপির! শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালন

শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালনের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। একবছর আগে ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে শিক্ষক নিয়োগ নিয়েব্যাপক গণ্ডগোল হয়।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালনের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। একবছর আগে ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক গণ্ডগোল হয়। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে হওয়া আন্দোলনে গুলিতে মৃত্যু হয়েছিল ২ প্রাক্তন ছাত্রের।

অমিত শাহের উল্টোসুর এবিভিপির! শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালন

অমিত শাহ একদেশ একভাষার কথা সওয়াল করেছেন। অন্যদিকে এবিভিপি বলছে আগে মাতৃভাষা, পরে একদেশ একভাষা। শুক্রবার একসঙ্গে কলকাতা, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে ভাষা দিবস পালন করবে এবিভিপি। একবছর আগে যে ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য, এবার তাকে সামনে রেখেই আন্দোলনে নামছে এবিভিপি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন
কলেজে ওই দিন বাংলা ভাষার জন্য কর্মসূচি নিয়েছে এবিভিপি। ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা বলেছে তারা। তাঁদের মত হল অমিত শাহের মন্তব্য নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।

[ 'নাম বদলের বিপক্ষে নন প্রধানমন্ত্রী মোদী', দিলীপদের ব্যাকফুটে ঠেলে মাস্টারস্ট্রোক মমতার][ 'নাম বদলের বিপক্ষে নন প্রধানমন্ত্রী মোদী', দিলীপদের ব্যাকফুটে ঠেলে মাস্টারস্ট্রোক মমতার]

এবিভিপির মাতৃভাষার পক্ষেই সওয়াল করেছে। কোনও আঞ্চলিকভাষাকে বিলোপ করে তারা একদেশ এক ভাষাকে সমর্থন করেন না বলে জানিয়েছে এবিভিপি। ফলে অমিত শাহের এক দেশ এক ভাষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এদিন সাফাই দিয়ে অমিত শাহ বলেছেন, কখনই হিন্দি চাপিয়ে দেওয়ার কথা তিনি বলেননি।

[ মোদী-মমতা বৈঠক! একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে সন্দেহে বামেরা][ মোদী-মমতা বৈঠক! একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে সন্দেহে বামেরা]

English summary
ABVP to celebrate language Day on 20th September in West BengalOne year back two ex student of Danrivit died in firinng over the demand of Bengali teacher in school.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X