For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় গণতন্ত্রের গঙ্গাপ্রাপ্তি হয়েছে! নিউ জলপাইগুড়ি স্টেশনে ‘মার খেয়ে’ গর্জন এবিভিপির

বাংলায় গণতন্ত্রের গঙ্গাপ্রাপ্তি হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আক্রান্ত হয়ে আওয়াজ তুললেন এবিভিপি সদস্যরা।

Google Oneindia Bengali News

বাংলায় গণতন্ত্রের গঙ্গাপ্রাপ্তি হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আক্রান্ত হয়ে আওয়াজ তুললেন এবিভিপি সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও প্রশাসনকে কাঠগড়ায় তুলে এবিভিপি জানায়, আমাদের সদস্যদের রেল স্টেশনের বাইরে বেরোতেই দেওয়া হয়নি। মহিলা সদস্যদের মারধর করা হয়েছে, মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। এবিভিপির অভিযোগ, পুলিশ ও তৃণমূলের গুন্ডাবাহিনী পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে।

বাংলায় গণতন্ত্রের গঙ্গাপ্রাপ্তি হয়েছে! নিউ জলপাইগুড়ি স্টেশনে ‘মার খেয়ে’ গর্জন এবিভিপির

শিলিগুড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের বিমানে তাঁর ফিরে আসার আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। এবিভিপি নিউ জলপাইগুড়ি স্টেশনে বাধা পায়। এদিকে ইসলামপুরে এবিভিপির ধরনা মঞ্চে আসেন নিহত রাজেশের মা ঝর্না সরকার ও আহত বিপ্লব সরকারের মা সরস্বতী সরকার।

[আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদানে ধাক্কা খেলেন মমতা, জনস্বার্থ মামলার রায়ে স্থগিতাদেশ জারি ][আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদানে ধাক্কা খেলেন মমতা, জনস্বার্থ মামলার রায়ে স্থগিতাদেশ জারি ]

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবিভিপির কর্মীরা ট্রেনে করে শিলিগুড়ি আসেন। তখনই তাদের স্টেশনে ও বাসস্ট্যান্ডে আটকানো হয় বলে অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশনে এবিভিপির সমর্থকরা গেলে তাঁদের মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, তৃণমূল কর্মীদের পরোক্ষে মদত দেয় পুলিশ। উল্লেখ্য, এদিন এবিভিপির মিছিলের পাশাপাশি তৃণমূলও মিছিল বের করে।

[আরও পড়ুন:লোকসভার আগে ফের রদবদল মমতার মন্ত্রিসভায়! একনজরে কে পেলেন, কে হারালেন][আরও পড়ুন:লোকসভার আগে ফের রদবদল মমতার মন্ত্রিসভায়! একনজরে কে পেলেন, কে হারালেন]

এদিন ধরনা মঞ্চে রাজেশের মা বলেন, দাড়িভিট-কাণ্ডে আদৌ তদন্ত হচ্ছে না। সিআইডির উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা সিবিআই তদন্ত চাই। সেই কারণেই আমরা এই আন্দোলনে এসেছি। বিপ্লবের মায়ের কথায়, পুলিশ সব লুকোচ্ছে, আমাদের ছেলেদের গুলি করেছে পুলিশ। এর বিচার চাই। আমরা সিবিআই চাই।

English summary
ABVP members roar against TMC being attacked in New Jalpaiguri Station. They says on facebook democracy is died in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X