বাগদাদির মৃত্যুসংবাদে ফের মসুলের ভয়াবহ স্মৃতি উস্কে গেল নদিয়ার ২ পরিবারে! স্বামীহারার কী জানাচ্ছেন
বাগদাদির মৃত্যু নিয়ে এযাবৎকাল একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর মৃত্য়ু সংবাদ ঘিরে বহু গুজও রটে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং সাম্প্রতিক মার্কিন হানায় আইএস জঙ্গি বাগদাদির মৃত্যুর ঘোষণা করতেই তা নিশ্চিত হয়। কুখ্যাত এই জঙ্গির মৃত্যু সংবাদ পেতেই নদিয়ার দুই পরিবারে খানিকটা স্বস্তি ফেরে। উস্কে যায় মসুলের বীভৎস এক হত্যাকাণ্ডের স্মৃতি। যে ঘটনায় মৃত্যু হয় নদিয়ার খোকন শিকদার ও সমর টিকাদারের।

টিভির পর্দায় বাগদাদির মৃত্যুর খবর দেখেই চোখের জল ধরে রাখতে পারেননি নমিতা শিকদার। তাঁর স্বামী খোকনের মৃত্যু হয় ৩৮ বছর বয়সে। যে হামলার নেপথ্যে ছিল বাগদাদির নেতৃত্বাধীন আইএস জঙ্গিরা। একই পরিস্থিতি দীপালি টিকাদারের। তাঁর স্বামী সমরের হত্যার নেপথ্যেও রয়েছে আইএস জঙ্গিরা।
গোটা ঘটনা ২০১৪ সালের ওক ভয়াবহ স্মৃতি উল্কে দিয়েছে। সেই বছরের জুন মাসে ইরাকের বাসুদে ৩৯ শ্রমিককে খুন করে আইএস জঙ্গিরা। এদিকে, এই হত্যাকাণ্ডের পর থেকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিলনা নদিয়ার দুই শ্রমিক খোকন ও সমরকে। এরপর থেকেই তৎকালীন ভারতীয় বিদেশমন্ত্রক খোঁজ চালায় ভারতীয়দের জন্য। এরপর ২০১৮ সালে মসুলে এতটি জন-কবর থেকে ৩৯ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়। আর সেই কবরের মধ্যে ছিলেন সমর ও খোকন। জানা যায়, আইএস জঙ্গিরা ওই শ্রমিকদের হত্যা করে সেই জন-কবরের মধ্যে পুঁতে দেয়।
ঘরে-বাইরে কোণঠাসা ইমরান, বিশ্বমঞ্চে মুখ পুড়িয়ে গদি টলমল পাক প্রধানমন্ত্রীর