For Quick Alerts
For Daily Alerts
সিপিএম ও ফরওয়ার্ড ব্লক থেকে প্রায় ১০০ পরিবার যোগ দিল তৃণমূলে
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় সিপিএম ফরওয়ার্ড ব্লক থেকে প্রায় একশর বেশি পরিবার যোগ দিল শাসক দল, তৃণমূলে।
জানা গিয়েছে, গোয়ালপোখরের বিপরীত এলাকায় দলীয় কার্য্যালয়ে বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে গোয়ালপোখর ও চাকুলিয়ায় তৃণমূলে যোগদান করে প্রায় ১০০ পরিবার।

বামেদের শক্তঘাঁটিতে শাসকদল তৃণমুল থাবা বসালো বলে মত রাজনৈতিক মহলের। এভাবে বামদের শক্ত ঘাঁটিতে দল পরিবর্তনে তৃণমূলে যোগ দেওয়ায় শাসক শিবিরের বাড়তি অক্সিজেন পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। পাঁচ শতাধিক মানুষ দলীয় পতাকা নিয়ে তৃনমুলে যোগদানের পর এদিন পথসভাও বের করে চাকুলিয়া এলাকায়।