For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ভোট দিলে হতে হবে পদ্মাপার! এনআরসি বিরোধিতায় সাবধান-বাণী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভায় বিজেপি টেক্কা দিয়েছে তৃণমূলকে। বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়িয়েছে এবার। আর লোকসভায় বাড়বাড়ন্তের পরই ২০২১-এ বাংলার বুকে বিজেপির নিশান ওড়াতে বদ্ধপরিকর গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় বিজেপি টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বাংলায় বিজেপি মাথা তুলে দাঁড়িয়েছে এবার। আর লোকসভায় বাড়বাড়ন্তের পরই ২০২১-এ বাংলার বুকে বিজেপির নিশান ওড়াতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেকের স্পষ্ট কথা, বিজেপিকে ভোট দিলে পদ্মার ওপারে চলে যেতে হবে। একবার অন্তত ভাবুন বিজেপির ক্রিয়াকলাপ।

বিজেপি জমানায় কেউ নিরাপদ নন

বিজেপি জমানায় কেউ নিরাপদ নন

অভিষেক বলেন, বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসেই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষ। বাদের তালিকায় নাম রয়েছে ১২ লক্ষেরও বেশি বাঙালি হিন্দুর। নাম রয়েছে চার লক্ষেরও বেশি মুসলিমের। এনআরসি তালিকায় প্রকাশের পর হিন্দুরাও বুঝছেন তাঁরাও নিরাপদ নন।

বিজেপিকে জিতিয়ে কী ভুল করেছেন!

বিজেপিকে জিতিয়ে কী ভুল করেছেন!

অভিষেকের কথায়, বিজেপি সরকার নানা জনবিরোধী নীতি নিয়ে চলছে। ফলে মানুষ সমস্যায় পড়ছেন। বিজেপিকে জিতিয়েও বিপদে পড়তে হচ্ছে সাধারণকে। এই কদিনেই মানুষ বুঝতে পারছে বিজেপিকে জিতিয়ে তারা কী ভুল করেছে। এনআরসির খসড়া তালিকায় ৪০ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় তা কমে দাঁড়ায় ১৯ লক্ষ।

হিন্দুরাও নিরাপদ নন, সাবধান করলেন অভিষেক

হিন্দুরাও নিরাপদ নন, সাবধান করলেন অভিষেক

এনআরসিতে মুসলিমদের নাম বাদ দেওয়া হবে এমনটা ভেবে নিশ্চিত ছিলেন অনেকে। কিন্তু চূড়ান্ত নাম প্রকাশের পর তাঁরা দেখছে অনেক হিন্দুর নামও বাদ পড়েছে। তাই বিজেপির শাসনে কেউ স্বস্তিতে নেই। তাই এবার ভাবুন, বিজেপিকে ভোট দিলে কিন্তু জায়গা হবে পদ্মার ওপারে। ২০২১-এর অনেক আগেই সাবধান করে দিলেন অভিষেক।

<strong>[ আগামী ২-৩ দিনের মধ্যেই ভারতে ঢোকবার জোরদার চেষ্টায় পাক-জঙ্গিরা! সেনা সূত্রে চাঞ্চল্যকর তথ্য ]</strong>[ আগামী ২-৩ দিনের মধ্যেই ভারতে ঢোকবার জোরদার চেষ্টায় পাক-জঙ্গিরা! সেনা সূত্রে চাঞ্চল্যকর তথ্য ]

English summary
Abhishek Banerjee warns for NRC that man are not secure in BJP’s regime. Abhishek says men have understand to vote for BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X