For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একা মমতা নন, এবার তৃণমূল সুপ্রিমোর পথেই কমিশনকে নিশানায় রেখে ময়দানে নামলেন অভিষেকও

  • |
Google Oneindia Bengali News

শীতলকুচির ঘটনার জেরে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে আগেই এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন শীতলকুচিতে যাওয়ার কথা থাকলেও তিনি কমিশনের নিষেধাজ্ঞার জন্য যেতে পারেননি। তবে বাস্তবে শীতলকুচিতে না পৌঁছতে পারলেও, ভার্চুয়াল প্ল্য়াটফর্ম মমতাকে শীতলকুচির বুকে পৌঁছে দিয়েছে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে পারদ চড়ানোর মাঝেই অভিষেক দাগলেন তাবড় টুইটবাণ।

ভার্চুয়াল মাধ্যম ,শীতলকুচি ও মমতা

ভার্চুয়াল মাধ্যম ,শীতলকুচি ও মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কন্ফারেন্সে বসে শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। কার্যত নির্বাচন কমিশনকে টার্গেট করেই মমতা জানিয়ে রাখেন, ৩ দিন কেটে গেলে চতুর্থ দিনেই তিনি শীতলকুচিতে পা রাখবেন। ফলে শীতলকুচিকাণ্ড নিয়ে রীতিমতো পারদ চড়েছে এদিন মমতার প্রেসকন্ফারেন্স থেকে।

গণহত্য়ার তকমা মমতার

গণহত্য়ার তকমা মমতার

প্রসঙ্গত, শীতলকুচির ঘটনাকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গণহত্যার তকমা দেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার মাঝেই মোদী ও শাহকে তৃণমূল সুপ্রিমো কার্যত একহাত নেন। মমতা বলেন, নির্বাচন কমিশন বেনজির নির্দেশ জারি করে আমাকে আটকালো , এভাবে আমাকে আটকে রাখতে পারবে না। এদিন নরেন্দ্র মোদী ও অমিত শাহকে কার্যত 'অযোগ্য' প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেন মমতা।

মমতার টুইটে চরম কটাক্ষ বাণ

মমতার টুইটে চরম কটাক্ষ বাণ

রবিবার টুইট করে মমতা লেখেন, ইসির নাম বদলে এমসিসি করে দেওয়া উচিত। ইসির নাম হওয়া এমসিসি। অর্থাৎ মোদী কোড অফ কন্ডাক্ট। তৃণমূল সুপ্রিমোর দাবি , বিজেপি এদের সবাইকে ব্যবহার করতে পারে।

 মমতার সুরেই কোমর বেঁধে ময়দানে অভিষেক

মমতার সুরেই কোমর বেঁধে ময়দানে অভিষেক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটে আরএ তীক্ষ্ণ কটাক্ষ করে কার্যত ইঙ্গিত দেন যে, নির্বাচন কমিশন অমিত শাহ ও নরেন্দ্র মোদীর প্রতি যে সেবা পরিবেশন করছে তা বিরক্তিজনকভাবে শালীনতার সীমা ছাড়িয়েছে। অভিষেক লেখেন,' ক্ষমতার প্রতি বিজেপির লোভ তাদের অন্ধ করেছে। অন্তত নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ থাকা।'

মমতার পদক্ষেপ নিয়ে অভিষেক

মমতার পদক্ষেপ নিয়ে অভিষেক

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মানুষদের কাছে যাওয়া থেকে ৩ দিন রোখা যাবে। তবে মানুষের মন থেকে কীভাবে তাঁকে সরাবে কমিশন?'

English summary
Abhishek Banerjee Tweets on Shitalkuchi incident as Mamata talks to bereaved family on video call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X