For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস বিজেপির বড় সাগরেদ, লালগোলায় অধীরকে নিশানা অভিষেকের

কংগ্রেস (congress) হল বিজেপির (bjp) সব থেকে বড় সাগরেদ। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। এদিন লালগোলায় (lalgola) দাঁড়িয়ে অধীর চৌধুরীর (adhir chowdhury) নাম করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের (

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস (congress) হল বিজেপির (bjp) সব থেকে বড় সাগরেদ। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। এদিন লালগোলায় (lalgola) দাঁড়িয়ে অধীর চৌধুরীর (adhir chowdhury) নাম করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের (trinamool congress) অলিখিত সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

বাংলা দখল করেই লকডাউন

বাংলা দখল করেই লকডাউন

এদিন লালগোলার সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেকোনও উপায়ে বাংলা দখল করে ৩ মে থেকে রাজ্যে লকডাউনের পরিকল্পনা করছে। সতর্ক করে তিনি বলেন, ভোট মিটলেই দেশজুড়ে লকডাউন করবে কেন্দ্র। এখন শুধুমাত্র ভোট শেষের অপেক্ষায় রয়েছে মোদী সরকার, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে পরিযায়ী বলে আক্রমণ করে তিনি বলেন, ওরা ভোটের সময় আসে। আর তৃণমূল সারা বছর আপদে বিপদে পাশে থাকে।

অমিত শাহের পদত্যাগ দাবি

অমিত শাহের পদত্যাগ দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, রাজ্যে ভোটের প্রচারে এসে বারবার অমিত শাহ বলছেন, বেআইনি অনুপ্রবেশের কথা। সঙ্গে বলছেন, বিজেপি রাজ্যে আসলে সীমান্ত দিয়ে পায়লাও ঢুকতে পারবে না। অভিষেকের প্রশ্ন, সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কার? সীমান্তে থাকা বিএসএফৎ তো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে এই বেআইনি অনুপ্রবেশের দায় কার, প্রশ্ন করেছেন তিনি। এই দায় মাথায় নিয়েই অমিত শাহের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

 কংগ্রেস বিজেপির বড় সাগরেদ

কংগ্রেস বিজেপির বড় সাগরেদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গ্যাসের দাম ৯০০ টাকায় পৌঁছে গিয়েছে। সর্ষের তেলের দাম বাড়ছে। অন্যদিকে প্ল্যাটফর্ম টিকিটের দাম আকাশ ছোঁয়া। কিন্তু এইসব বিষয় নিয়ে অধীর চৌধুরী সংসদে দাঁড়িয়ে কোনও প্রতিবাদ করেননি। এর কারণ হল বিজেপির সব থেকে বড় সাগরেদ হল কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা।

মুর্শিদাবাদে বাম-কংগ্রেসকে নিশানা মমতার

মুর্শিদাবাদে বাম-কংগ্রেসকে নিশানা মমতার

এদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-সহ তিন জায়গায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়াগঞ্জের সভা থেকে তিনি বাম-কংগ্রেসকে নিশানা করে বলেন, বিজেপির সব থেকে বড় দালাল হল সিপিএম এবং কংগ্রেস। সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে এক পংক্তিতে রেখে আক্রমণ করেন তিনি। এদিন তিনি ভোট ভাগ না করতেও আহ্বান জানান। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ভাল ফলের কথা উল্লেখ করে বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বড় দালাল সিপিএম-কংগ্রেস, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি, জিয়াগঞ্জে বিস্ফোরক মমতাবড় দালাল সিপিএম-কংগ্রেস, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি, জিয়াগঞ্জে বিস্ফোরক মমতা

English summary
Abhishek Banerjee targets Adhir Chowdhury on BJP issue from his lalgola meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X