For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পথে নয়, অমিত শাহকেই ‘গুরু’ মানলেন অভিষেক! একুশের লড়াই জমজমাট

মমতার পথে হাঁটছেন না, অমিত শাহকেই ‘গুরু’ মানলেন অভিষেক! একুশের লড়াই জমজমাট

Google Oneindia Bengali News

করোনার সংক্রমণ বাড়ছে, তা উপেক্ষা করেই বাড়ছে রাজনৈতিক পারদ। আর এক বছরও বাকি নেই বাংলার বিধানসভা নির্বাচনের। তার মধ্যে আবার রযেছে পুরসভা নির্বাচন। তাই কোমর বেঁধেছে দু-পক্ষই। সম্প্রতি বিজেপি 'ভার্চুয়াল ব়্যালি' করে তৃণমূলকে মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবার তাঁর পাল্টা দেওয়ার পালা তৃণমূলের।

মমতার পথে নয়, নতুন পরিকল্পনা অভিষেকের

মমতার পথে নয়, নতুন পরিকল্পনা অভিষেকের

কিন্তু বিজেপিকে পাল্টা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলতে চাইছেন না তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং তিনি অমিত শাহকেই অনুসরণ করতে চাইছেন। আর সেইমতোই কর্মপরিকল্পনা তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকলেও অভিষেক নতুন কর্মপরিকল্পনা ভেঁজেছেন ভিন্ন পথে গিয়ে।

ভার্চুয়াল ব়্যালির কঠোর সমালোচনা মমতার

ভার্চুয়াল ব়্যালির কঠোর সমালোচনা মমতার

সম্প্রতি অমিত শাহের ভার্চুয়াল ব়্যালির কঠোর সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছিলেন, ওসব ভার্চুয়াল ব়্যালি আমাদের দ্বারা সম্ভব নয় ওরা করছে করুক। আমাদের অত টাকা কোথায়। আমাদের মানুষই ভরসা। আমারা মানুষের পাশে থাকি, মানুষ যতদিন চাইবে, আমরা এখানেই থাকব।

অভিষেক ভার্চুয়াল-‘গুরু’ মানলেন শাহকেই

অভিষেক ভার্চুয়াল-‘গুরু’ মানলেন শাহকেই

তবে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ব়্যালি নিয়ে ভিন্নমত পোষণ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন অমিত শাহের ভার্চুয়াল ব়্যালির জবাব ভার্চুয়াল ব়্যালি দিয়েই দিতে। সেইজন্য তিনি ‘বাংলার যুবশক্তি' নামে নতুন এক কর্মসূচির আয়োজন করছেন। তৃণমূল যুব নেতা-কর্মীদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করবেন। লক্ষাধিক যুব নেতা-কর্মী ভার্চুয়াল ব়্যালিতে অংশ নেবেন।

বিজেপির নকল করতে চাইছেন অভিষেক!

বিজেপির নকল করতে চাইছেন অভিষেক!

অভিষেকের এই পরিকল্পনার সমালোচনা করেছে বিজেপি। তাদের কটাক্ষ, বিজেপির অনলাইন ভার্চুয়াল সমাবেশ দেখে স্থির থাকতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই বিজেপির নকল করতে চাইছে তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন তাঁদের পার্টির অত টাকা নেই। তবে এখন টাকা আসছে কোথা থেকে। কীসের টাকায় ভার্চুয়াল ব়্যালি হবে!

বিজেপির সমালোচনায় বিদ্ধ পিসি-ভাইপো

বিজেপির সমালোচনায় বিদ্ধ পিসি-ভাইপো

বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, বিজেপির ভার্চুয়াল ব়্যালি দেখে পিসিমণি ঘুমিয়ে পড়েছেন. তবে হঠাৎ জেগে উঠেছেন ভাইপো। কিন্তু আমার প্রশ্ন একটাই, ভাইপো ভার্চুয়াল ব়্যালি করতে চাইছেন করুন, কিন্তু পিসিমণি যে বললেন টাকা নেই। তব কোথা থেকে টাকা আসবে এবার, দয়া করে জানাবেন প্লিজ।

উপসর্গহীন করোনা রোগীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীরউপসর্গহীন করোনা রোগীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর

English summary
Abhishek Banerjee takes stands like Amit Shah not Mamata Banerjee. Abhishek plans to success the virtual rally named ‘Banglar Yuboshakti’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X