For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের সুরে এবার পরিযায়ী ইস্যুতে মোদী সরকারকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

Google Oneindia Bengali News

'কত মানুষের জীবন গেছে। কত মানুষের চাকরি গেছে। তা নিয়ে সরকারের কোনও ধারণা নেই। এই অমানবিক সরকার শেষ হবে কবে?' পরিযায়ী শ্রমিক ইস্যুতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূল যুবর সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী নিয়ে সংসদে কেন্দ্রের দাবি

পরিযায়ী নিয়ে সংসদে কেন্দ্রের দাবি

গতকাল সংসদে বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, 'লকডাউনে পথে কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে তার কোনও হিসেব নেই সরকারের কাছে। সেই কারণে কোনও ক্ষতিপূরণও নেই।'

জোর বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে

জোর বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে

কেন্দ্রের এই বিবৃতির পর থেকেই জোর বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিষয়টিকে নিয়ে সরব হন বিরোধীরা। কেন্দ্রীয় সরকারকে বিঁধে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। সরব হয়েছে তৃণমূল শিবিরও। এবার পরিযায়ী শ্রমিক ইস্যুতে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক লেখেন, 'কত মানুষের জীবন গেছে, কত মানুষের চাকরি গেছে, তা নিয়ে সরকারের কোনও ধারণা নেই। এই অমানবিক সরকার শেষ হবে কবে?'

বিজেপিকে আক্রমণ করবে তৃণমূল

বিজেপিকে আক্রমণ করবে তৃণমূল

পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল যে কেন্দ্রকে সহজে ছাড়বে না, তা অভিষেকের বক্তব্য থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনে লকডাউন পরিস্থিতিতে কতজন পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরে এসেছেন, সেই বিষয়ে প্রশ্ন করা হয়৷ সেক্ষেত্রে শ্রমমন্ত্রক স্বীকার করে যে, ১ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের রাজ্যে ফিরে এসেছেন৷

রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বহু

রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বহু

পাশাপাশি, নিজের রাজ্যে ফেরার সময় কতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন বা এইসব শ্রমিককে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার লিখিত প্রতিক্রিয়ায় জানান, 'এই বিষয়ে কোনও তথ্য বজায় রাখা হয়নি৷ সুতরাং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনও প্রশ্নই ওঠে না৷'

English summary
Abhishek Banerjee slams Modi government after Rahul Gandhi about migrant workers issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X