For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ বছর কোনও পদ চান না অভিষেক! তৃণমূলে কী হতে চান, জবাব দিলেন নিজেই

২০ বছর কোনও পদ চান না অভিষেক! তৃণমূলে কী হতে চান, জবাব দিলেন নিজেই

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল ছেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান সহ্য করতে না পেরে। শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়েছিলেন অভিষেকের বিরুদ্ধে তোপ দেগে। তাঁরা অভিষেককে পদলোভী, ক্ষমতালোভী বলতেও পিছপা হন না। তৃণমূল এবার ক্ষমতায় এলে নাকি ডেপুটি মুখ্যমন্ত্রী হবেন অভিষেক- এমন রটনাও হয়। তবে সেই জল্পনায় জল ঢেলে দেন অভিষেক।

মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একাই একশো

মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একাই একশো

সম্প্রতি এক জনপ্রিয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দল চাইলেও তিনি কোনও পদ চান না। আগামী ২০ বছর তাঁর কোনও পদ দরকার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একাই একশো। তাঁর কোনও ডেপুটি মুখ্যমন্ত্রীর দরকার নেই। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁর সৈনিক হয়েই কাজ করব।

কোনও পদও চান না আগামী ২০ বছর

কোনও পদও চান না আগামী ২০ বছর

বর্তমানে দলের সেকেন্ড ইন কম্যান্ড তিনি। তৃণমূলের অবিসংবাদী যুবরাজ। এই সব তত্ত্বই তিনি উড়িয়ে দেন। অভিষেক বলেন, তিনি তৃণমূলের একজন সৈনিক, সাধারণ কর্মী। ডি ফ্যাক্টো, যুবরাজ, সেকেন্ড ইন কম্যান্ড- এইসব তকমা চাপিয়ে দেওয়া। তিনি এসব তকমাও চান না, কোনও পদও চান না আগামী ২০ বছর।

কোনও নেতা নয়, কর্মীরাই দলের সম্পদ

কোনও নেতা নয়, কর্মীরাই দলের সম্পদ

তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও উচ্চাকাঙ্খা নেই। অভিষেক নিজেকে দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে চাইছেন নিজেকে। ভবিষ্যতে তিনি সংগঠন শক্তিশালী করার কাজ করতে চান। দল দায়িত্ব দিলেও তিনি নিতে চান না। রাজনৈতিক দলের সংগঠনটাই আসল। কোনও নেতা নয়, কর্মীরাই দলের সম্পদ।

ভাইপো-প্রীতিতেই তৃণমূলের কফিনে পেরেক!

ভাইপো-প্রীতিতেই তৃণমূলের কফিনে পেরেক!

শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা বারবার অভিষেককে কাঠগড়ায় তুলেছেন। তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথ তৈরি করছেন বলেও অভিষোগ তুলেছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো-প্রীতিকে শিখণ্ডি করে তৃণমূলের কফিনে পেরেক পুততে চেয়েছেন বিরোধীরা। এমনকী তৃণমূলত্যাগী নেতা-নেত্রীরাও অভিষেককে নিশানা করেছেন।

মুকুল-শুভেন্দুদের গাত্রদাহের কারণ অভিষেক

মুকুল-শুভেন্দুদের গাত্রদাহের কারণ অভিষেক

মুকুল রায় সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন তৃণমূলের। আর শুভেন্দু অধিকারী তৃণমূলের গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে। যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন ২০১৪ সাল পর্যন্ত। অভিষেকের কাছে সেই পদ খোয়ানোর পর থেকে যেমন তাঁর সঙ্গে দূরত্ব বৃদ্ধি হতে শুরু হয়, তেমনই মুকুল রায়ের থেকে অভিষেক বেশি গুরুত্ব পেতেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়ে।

অভিষেককে ঢাল করে মমতার তৃণমূলে বিক্ষুব্ধ

অভিষেককে ঢাল করে মমতার তৃণমূলে বিক্ষুব্ধ

২০১৪ সালে তরুণ সাংসদ নির্বাচিত হওয়া, যুব সভাপতি পদ পাওয়ার পর থেকেই তৃণমূলে অভিষেক-বিরোধিতা শুরু হয় একাংশের। যাঁরা অভিষেকের জন্য গুরুত্ব বা পদ হারিয়েছেন তাঁদের সামনে রেখেই দলের একাংশ অভিষেককে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে বিক্ষুব্ধ হতে থাকে। তাঁরাই বিদ্রোহ করে দল থেকে বেরিয়ে যায় একুশের আগে।

তৃণমূলে বড় ফাটল অভিষেককে নিশানা করেই

তৃণমূলে বড় ফাটল অভিষেককে নিশানা করেই

স্বভাবতই অভিষেকের উত্থান নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলা হয়। বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর প্রতি স্নেহই তৃণমূলের কাল করছে। তা না হলে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের বেরিয়ে যেতে হয় না। তাঁদের অনুগামীরাও দল ছাড়ায় তৃণমূলে বড় ফাটল তৈরি হয়েছে। সেই পথ দিয়েই তৃণমূলের পতন আসবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

বরানগরে বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের গাড়িতে হামলা, গো ব্যাক স্লোগান, লাঠিচার্জ করল পুলিশবরানগরে বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের গাড়িতে হামলা, গো ব্যাক স্লোগান, লাঠিচার্জ করল পুলিশ

English summary
Abhishek Banerjee informs what he wants to be in TMC after West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X