For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের সাম্রাজ্য বিস্তারে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক! ভিনরাজ্যে ভিত গড়তে নয়া কৌশল

তৃণমূলের সাম্রাজ্য বিস্তারে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক! ভিনরাজ্যে ভিত গড়তে নয়া কৌশল

Google Oneindia Bengali News

ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারে এবার ত্রিপুরায় পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তাঁর অগাস্টের প্রথম সপ্তাহে ত্রিপুরা যাওয়ার কথা ছিল। সেইমতোই তিনি যাচ্ছেন। তার আগে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের ২৩ সদস্যকে ত্রিপুরার হোটেলে আটক হওয়ায় উত্তেজনা তৈরি হয়েছিল।

দলকে চাঙ্গা করতে সোমে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

দলকে চাঙ্গা করতে সোমে ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

বাংলায় বিপুল জয় পাওয়ার পর ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো সংগঠন বিস্তারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখছেন উত্তর-পূর্বের রাজ্যে ত্রিপুরায়। দলের বিস্তারের লক্ষ্যে সোমবার ত্রিপুরা পাড়ি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে চাঙ্গা করতে তিনি ত্রিপুরায় যাচ্ছেন।

পিকের টিম কাজ শুরু, এবার ত্রিপুরা সফরে অভিষেক

পিকের টিম কাজ শুরু, এবার ত্রিপুরা সফরে অভিষেক

এক সপ্তাহ আগে গত সোমবার ত্রিপুরায় পা রেখেছিলেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। তাঁদের বিপ্লব দেব সরকারের পুলিশ-প্রশাসনের হাতে গৃহবন্দি হতে হয়। তার জেরে তৃণমূল নেতৃত্ব সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল। বাংলা থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল ত্রিপুরায়। তারপর স্থিতাবস্থা এসেছে। পিকের টিম কাজ শুরু করেছে ত্রিপুরায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ

ত্রিপুরার পালস বুঝতে সমীক্ষা করতে চায় প্রশান্ত কিশোরের আই প্যাক। তারপরই তৃণমূল জাল বিছোবে প্রতিবেশী রাজ্যে। ত্রিপুরার মানুষ কী বলছে, কী বলছেন নেতা-নেত্রীরা, তা বোঝাই তৃণমূলের উদ্দেশ্য। তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলের পদক্ষেপে স্পষ্ট এবার ত্রিপুরায় বিজেপিকে ঝটকা দিতে চাইছে।

ত্রিপুরা সংগঠনে মুকুলকে কাজে লাগাতে চাইছেন অভিষেক

ত্রিপুরা সংগঠনে মুকুলকে কাজে লাগাতে চাইছেন অভিষেক

ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের টিম ত্রিপুরা সফর করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তবে তাঁর সঙ্গে মুকুল রায় যাবেন কি না এখনও স্পষ্ট নয়। মুকুল রায় তৃণমূলে ফেরার পর তাঁকে ত্রিপুরা সংগঠনে কাজে লাগাতে চাইছেন অভিষেক। এর আগে ২০১৬-য় তাঁর নেতৃত্বেই ত্রিপুরায় গড়ে উঠেছিল তৃণমূলের সংগঠন।

তৃণমূলের সংগঠনকে ছড়িয়ে দিতে ত্রিপুরায় পা অভিষেকের

তৃণমূলের সংগঠনকে ছড়িয়ে দিতে ত্রিপুরায় পা অভিষেকের

বাংলায় ২০২১-এ বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল সরকার গঠনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি হয়েছে। তিনি যুব সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন। তারপর অভিষেক বলেন, দেশের কোনায় কোনায় তৃণমূলের সংগঠনকে ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি এবার কাজ শুরু করছেন।

ত্রিপুরার ভোট বিজেপিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য তৃণমূলের

ত্রিপুরার ভোট বিজেপিকে ধাক্কা দেওয়াই লক্ষ্য তৃণমূলের

অভিষেক বলছিলেন, যে রাজ্যে তৃণমূল ইউনিট খুলবে, সেখানে সরকার গঠনের জন্যই ঝাঁপাবে। সেইমতো তৃণমূলের প্রথম টার্গেট ত্রিপুরা। ত্রিপুরা অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০২১-এ বাংলায় জয় পেয়েছে তৃণমূল। এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা। তার আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা ভোট বিজেপিকে মোক্ষম ধাক্কা দেওয়াই লক্ষ্য তৃণমূলের।

পিকের টিমের কাজ শুরু ত্রিপুরায়, অভিষেকেরও পা পড়ছে

পিকের টিমের কাজ শুরু ত্রিপুরায়, অভিষেকেরও পা পড়ছে

তৃণমূল চাইছে ত্রিপুরার বিজেপি সরকারকে উল্টে দিয়ে ২০২৪-এ লক্ষ্যপূরণে নামতে। ইতিমধ্যে ২০২৪-এর সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। এদিকে পিকের টিম ত্রিপুরায় কাজ শুরু করে দিয়েছে। এবার অভিষেকেরও পা পড়তে চলেছে ত্রিপুরায়। নেপথ্যে রয়ছে মুকুল রায়ের মস্তিষ্ক। তিনি চাণক্য নীতিতে বিপক্ষ শিবিরকে ভাঙতে সিদ্ধহস্ত।

ত্রিপুরা জয়ের লক্ষ্যে জনসংযোগের বার্তা দেওয়া শুরু মমতার

ত্রিপুরা জয়ের লক্ষ্যে জনসংযোগের বার্তা দেওয়া শুরু মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা জয়ের লক্ষ্যে জনসংযোগের বার্তা দেওয়া শুরু করেছেন। শনিবার ত্রিপুরাবাসীকে কেরপুজোর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ত্রিপুরার উপজাতিভুক্ত মানুষ এই পুজো করে থাকেন। বাংলা থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে উপজাতিভুক্ত মানুষের মঙ্গল কামনায় তিনি আবেগ ছুঁয়ে গেলেন।

ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে ত্রিপুরাবাসীর হৃদয় ছুঁলেন মমতা

ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে ত্রিপুরাবাসীর হৃদয় ছুঁলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মতো ত্রিপুরার মানুষের সঙ্গে একাত্ম হতেই বেছে নিলেন বিশেষ উৎসবকে। তিনি বুঝিয়ে দিলেন, ত্রিপুরা সংস্কৃতিকেও তিনি কতটা শ্রদ্ধা করেন। কেরপুজো আদিবাসীদের ঐতিহ্যের প্রতীক। সেই ঐতিহ্যের সঙ্গেই একাত্ম হয়ে ত্রিপুরাবাসীর হৃদয় ছোঁয়ার চেষ্টা করলেন তিনি।

ত্রিপুরা বিজয় অভিযানে মুকুল-পিকেকে নিয়ে তৈরি মমতা

ত্রিপুরা বিজয় অভিযানে মুকুল-পিকেকে নিয়ে তৈরি মমতা

বাংলার নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর প্রতিবেশী রাজ্যে ত্রিপুরায় বেশ খানিক হাওয়া তৈরি হয়েছে তৃণমূলের পক্ষে। ঠিক যেমন ২০১৬ নির্বাচনের পর হাওয়া তৈরি হয়েছিল তৃণমূল, তেমনই ২০-২১-এর পরও তীব্রতর হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়াকেই বাস্তবের মাটিতে নামিয়ে এনে বিজেপিকে আরও একটি ধাক্কা দেওয়ার পরিকল্পনা কষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়, প্রশান্ত কিশোরকে নিয়ে তিনি তৈরি ত্রিপুরা বিজয় অভিযানে।

বিজেপির তিন বিধায়ক-সহ বহু নেতা অনুপস্থিত বৈঠকে, দলবদলের জল্পনা মতুয়া-গড়েবিজেপির তিন বিধায়ক-সহ বহু নেতা অনুপস্থিত বৈঠকে, দলবদলের জল্পনা মতুয়া-গড়ে

English summary
Abhishek Banerjee goes to Tripura to increase TMC’s organization before 2023 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X