For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন তৃণমূলে কি সুযোগ মিলবে পুরনোদের! স্বয়ং অভিষেক দূর করলেন সমস্ত বিভ্রান্তি

নতুন তৃণমূলে কি সুযোগ মিলবে পুরনোদের! স্বয়ং অভিষেক দূর করলেন সমস্ত বিভ্রান্তি

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি কালীঘাট-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ব্যানার-হোর্ডিং দেওয়া হয়েছিল নতুন তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই নতুন তৃণমূলের ব্যানার নিয়ে তৈরি হয়ছিল বিভ্রান্তি। তবে কি মমতার তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে অভিষেক নতুন তৃণমূল তৈরি করছেন? সেখানে কারা থাকবেন? এমন নানা জল্পনার অবসান ঘটালেন খোদ অভিষেক।

নতুন তৃণমূল নিয়ে জল্পনার অবসান

নতুন তৃণমূল নিয়ে জল্পনার অবসান

অভিষেকের নতুন তৃণমূলের দিনক্ষণও জানানো হয়েছিল ওই হোর্ডিং-ব্যানারে। কিন্তু কারা থাকবেন সেই তৃণমূলে? মমতার তৃণমূল ভেঙে অভিষেকের নতুন তৃণমূল গড়ে তোলা নিয়ে জল্পনার পর এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন নতুন তৃণমূল কী? আর নতুন তৃণমূলে কারা থাকবেন? জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে তিনি প্রথম নতুন তৃণমূলের উত্থাপন করেছিলেন, আলিপুরদুয়ারের মালবাজারে সেই নতুন তৃণমূল নিয়ে জল্পনার অবসান ঘটালেন।

মানুষ যে তৃণমূলকে দেখতে চায়

মানুষ যে তৃণমূলকে দেখতে চায়

কেমন হবে তাঁর নতুন তৃণমূল? তার ব্যাখ্যায় অভিষেক বলেন, যাঁরা ২০১১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো রাজত্ব করা বামফ্রন্ট সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছিল, মানুষ সেই তৃণমূলকে দেখতে চায়। যে তৃণমূল শ্রমিক-কৃষকদের দাবি নিয়ে লড়াই করেছে, তাকে মানুষ দেখতে চায়। আমরা চাই তৃণমূলকে সেই নতুন রূপ দিতে।

পুরনোরাও থাকবেন, নতুন তৃণমূলে

পুরনোরাও থাকবেন, নতুন তৃণমূলে

অভিষেক বলেন, ১২ জুলাই নতুন তৃণমূলের কথা বলেছিলাম। তারপর অনেক জলঘোলা হয়েছে। আমি বলেছিলাম, এমন তৃণমূল গড়তে হবে, যেমন মানুষ চায়। নতুন তৃণমূল মানে এমন নয় যে, সেখানে পুরনোরা থাকবেন না। পুরনোরাও থাকবেন, নতুনরাও থাকবেন। থাকবেন না এমন নেতারা যাঁরা ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করে। তাঁরা দলে থাকবেন না, দল তাঁদের পাশে থাকবে না।

তৃণমূলকে নবরূপে প্রতিষ্ঠিত করা হবে

তৃণমূলকে নবরূপে প্রতিষ্ঠিত করা হবে

অভিষেক আরও জানিয়ে দেন, ইতিমধ্যে ব্লক স্তরে পরিবর্তন দেখা গিয়েছে তৃণমূলের। সেখানে কারা দায়িত্ব পেয়েছেন আপনারা নিজের চোখেই দেখছেন। স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে এই নতুন তৃণমূল গঠনে। আগামী ছ-মাসের মধ্যেই তৃণমূলকে একেবারে নতুন চেহারায় দেখা যাবে। নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে সেভাবেই তৃণমূলকে প্রতিষ্ঠিত করা হবে এবার।

নজরে এলেই ভুল সংশোধন করছি

নজরে এলেই ভুল সংশোধন করছি

অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, এত বড় সংগঠন চলছে, কোথাও একটু-আধটু ভুলত্রুটি থাকতে পারে। তা নজরে এলেই আমরা সেই ভুল সংশোধন করছি। কয়েকজন মানুষের জন্য অনেকের মনে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছে। আর সেই কারণেই নতুন তৃণমূল তৈরি করা হচ্ছে। তিনি জানি দেন, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, মাঠে-ময়দানে থেকে লড়াই করতে হবে। এমনভাবে তৈরি হতে হবে, গায়ে যেন না কেউ আঁচড় কাটতে পারে।

'দিল্লির শাসক দলই চায় না চাকরি হোক', রাজ্যে আরও শিল্প স্থাপনের বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার'দিল্লির শাসক দলই চায় না চাকরি হোক', রাজ্যে আরও শিল্প স্থাপনের বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

English summary
Abhishek Banerjee gives explanation of new TMC after speculation growing on in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X