For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপকে কৃতজ্ঞতা জানালেন অভিষেক! রাজ্য-রাজনীতিতে হঠাৎ কেন এমন সৌজন্য

বঙ্গ রাজনীতিতে দু’জনই যুযুধান। প্রায় দিনই তাঁদের মধ্যে বাকযুদ্ধ লেগে থাকে। কিন্তু হঠাৎ করেই হাওয়া অন্য খাতে বইল শনিবার।

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ রাজনীতিতে দু'জনই যুযুধান। প্রায় দিনই তাঁদের মধ্যে বাকযুদ্ধ লেগে থাকে। কিন্তু হঠাৎ করেই হাওয়া অন্য খাতে বইল শনিবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি। তিনি অকুণ্ঠ ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে।

দিলীপ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের

দিলীপ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের

সম্প্রতি বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন বিজেপি নেতারা। তাঁর মধ্যে ছিলেন বিজেপি রাজ্য সভাপতিও। রাজ্যকে নিশানা করতে গিয়ে তিনি উত্তরপ্রদেশ ও বিহারের উদাহারণ দেন। আর তাতেই গদগদ খুশি হয়ে দিলীপ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশ-বিহারের মতো মাফিয়ারাজ!

উত্তরপ্রদেশ-বিহারের মতো মাফিয়ারাজ!

দিলীপ ঘোষের রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, উত্তরপ্রদেশ-বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়। এভাবে আইনশৃঙ্খলার অভনতি হলে পশ্চিমবঙ্গের নির্বাচন সঠিকভাবে করা যাবে না। টিটাগড়ের ঘটনা ঘটেছে থানার সামনে। থানার সামনে স্টেনগান নিয়ে ফায়ারিং চলছে। তাই পুলিশ কিছু জানতে না, এটা হতে পারে না।

বিজেপির অস্বস্তি দিলীপের মন্তব্যে

বিজেপির অস্বস্তি দিলীপের মন্তব্যে

দিলীপের ওই একটা মন্তব্যই বিজেপির কাছে অস্বস্তির হয়ে উঠেছে। ‘উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ' কথাটিকে তুলে ধরেই দিলীপ ঘোষকে ধন্যবাদ দিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলতে গিয়ে তিনি উত্তরপ্রদেশ ও বিহারের আসল চিত্রের কথা পরিস্ফুট করে দিয়েছেন।

দিলীপ ঘোষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ, টুইট অভিষেকের

দিলীপ ঘোষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ, টুইট অভিষেকের

টুইটারে অভিষেক লেখেন- "দিলীপ ঘোষের দলের দখলে থাকা উত্তরপ্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়ারাজ চলছে। এটা স্বীকার করে নেওয়ার জন্য দিলীপ ঘোষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।" দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস।

{document1}


English summary
Abhishek Banerjee expresses gratitude to Dilip Ghosh for his comment of West Bengal like UP and Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X